ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পার্টি অফিসে ঢোকার মুখেই তাকে আক্রমণ করেন কংগ্রেসের কিছু কর্মী সমর্থক৷ চুল ধরে টেনে প্রকাশ্যে মারধর করেন তারা৷ ইট তুলেও কেউ কেউ মারতে যান৷ এমনকি বাদ যাননি তাঁর বৃদ্ধ বাবাও৷ ভিডিওতে অর্চনার বাবাকে মাটিতে বসে থাকতেও দেখা গেছে৷ অর্চনা চিৎকার করে জল চাইছেন পাশের মানুষদের কাছ থেকে৷ ভরদুপুরে এভাবে হেনস্তার কারণ কী, তা এখনও স্পষ্ট নয়৷
advertisement
আরও পড়ুন- কালো ‘এই’ বীজে লুকিয়ে রয়েছে অলৌকিক গুণ! জলে ভিজিয়ে খেলেই তরতর করে কমবে সুগার, কোলেস্টেরলেরও যম!
সূত্রের খবর, মহিলা বিল পাশের সাফল্যের জন্যই প্রিয়াঙ্কা গান্ধি এবং মল্লিকার্জুনকে অভিনন্দন জানাতে এসেছিলেন৷ কিন্তু পার্টি অফিসে ঢোকা তো দূর বরং গেটের মুখে নজিরবিহীন আক্রমণের মুখে পড়েন তিনি৷
‘বিগ বস’-এর ১৬-তম সিজনে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন রাজনৈতিক কর্মী অর্চনা গৌতম৷ মডেল হওয়ার পাশাপাশি কংগ্রেস করতেন অর্চনা। সেই দলের কর্মীদের হাতেই এভাবে হেনস্তা হলেন অর্চনা। বিগ বসের ঘরে অন্যান্য সদস্যদের পাশাপাশি তিনিও বিনোদনের রসদ জুগিয়েছিলেন। স্বয়ং সলমন খানও তাঁর স্বভাবের জন্য পছন্দ করতেন তাঁকে।
‘বিগ বস’শেষ হওয়ার পর ‘খতরো কি খিলাড়ি’ রিয়্যালিটি শো-তেও অংশগ্রহণ করেছিলেন অর্চনা। ধীরে ধীরে টেলিভিশনের পর্দায় বিনোদনের অন্যতম মুখ হয়ে উঠছেন অর্চনা। এই কারণেই কি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন অর্চনা। ভিডিও ভাইরাল হতেই উঠছে একাধিক প্রশ্ন।