নতুন গানের ভিডিও শ্যুটিং চলছিল সেই মঞ্চে। তিনি গান গাইছিলেন। এমন সময়ে আচমকা মঞ্চে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ক্রেন। যার সঙ্গে আটকে ছিল দু’টি বড় বড় ঝাড়বাতি। ক্রেন পড়ার আগের অবস্থা এবং পরের অবস্থা, দু’টি ছবিই পোস্ট করেছেন আমীন।
আরও পড়ুন: মঞ্চে দুর্ঘটনা! ড্রোন উড়ে মাথায় আঘাত, মাটিতে লুটিয়ে বলি গায়ক বেনি, ভাইরাল ভিডিও
advertisement
আরও পড়ুন: আমি কি মরে যাচ্ছি? ভয় পেয়েছিলাম! রাহার জন্মের আগে আতঙ্কে ছিলেন রণবীর! কী হয়েছিল
গায়ক লেখেন, ‘সর্বশক্তিমান, আমার বাবা-মা, পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং আমার আধ্যাত্মিক শিক্ষকের কাছে কৃতজ্ঞ যে আমি আজ নিরাপদ এবং বেঁচে আছি। মাত্র তিন রাত আগে, একটি গানের শ্যুটিং করছিলাম। ক্যামেরার সামনে মন দিয়ে পারফর্ম করছিলাম। যান্ত্রিক এবং নিরাপত্তার দায়িত্ব দিয়েছিলাম টিমকে। হঠাৎ ক্রেন সমেত ঝাড়বাতিগুলি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যখন আমি মঞ্চের ঠিক মাঝখানে। কয়েক ইঞ্চি বা কয়েক সেকেন্ড আগে-পরে হলে, গোটাটা আমাদের মাথায় পড়ে যেত। আমার টিম এবং আমি এখনও যেন কাঁপছি। আতঙ্ক কাটেনি।’
অস্কার জয়ী সুরকার রহমান ছেলের পোস্টের তলায় লেখেন, ‘অলৌকিক ভাবে বেঁচে যাওয়া।’ আমীন প্রথমবার বাবার সুরেই গান করেছিলেন তামিল ছবি ‘ওকে কানমানি’-তে। ২০১৫ সালে সেই ‘মৌলা’ গানে তাঁর কণ্ঠ, গায়কী শুনে চমকে গিয়েছিলেন শ্রোতারা। তার পরে একাধিক ছবিতে গান গাইতে শোনা যায় আমীনকে।