এখন আবার তিনি 'লক্ষ্মী কাকিমা"(Aparajita Adhya's Viral Video)। জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে লিড চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁকে ঘিরেই তৈরি হয়েছে 'লক্ষ্মী কাকিমা' চিত্রনাট্য। একাই জমিয়ে রেখেছেন এই ধারাবাহিক। কিন্তু সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের।
আরও পড়ুন: অর্ধনগ্ন পোশাক! খোলা বুক! উরফি জাভেদকে শপিংমলে ঢুকতেই দিলেন না গার্ড! ভাইরাল ভিডিও
advertisement
কী আছে সেই ভিডিওতে? দেখা যাচ্ছে অপরাজিতার গাল ভর্তি দাড়ি এবং গোঁফ গজিয়েছে। ওমন মিষ্টি মুখে দাড়ি - গোঁফ দেখে অবাক সকলে। শুধু তাই নয় দাড়ি-গোঁফ উঠতেই নিজের ভোল বদলে নিয়েছেন নায়িকা। একেবারে মাথায় পাগড়ি, চোখে সানগ্লাস পরে পাঞ্জাবি সেজে ঘুরছেন তিনি। কী আর করা যাবে। দাড়ি-গোঁফ নিয়ে তো আর শাড়ি পরা যায় না। তবে কী সত্যিই এমন হল তাঁর?
না, বিষয়টা হল পুরো ব্যাপারটাই 'লক্ষ্মী কাকিমা' ধারাবাহিকের জন্য। মেক-আপ রুমে বসে এই নতুন মেক-আপে সেজেছেন তিনি(Aparajita Adhya's Viral Video)। ছদ্মবেশে এই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সবটাই নিজের সংসার বাঁচাতে। তবে এই ভিডিও এবং নায়িকার নতুন লুক দেখে অভিভূত দর্শক। হুহু করে শেয়ার হচ্ছে এই ভিডিও। এই ভিডিও শেয়ার করে ইনস্টাগ্রামে অপরাজিতা লিখেছেন, "পঞ্চনদীর তীরে বেণী পাকাইয়া শিরে , লক্ষী কাকীর যাত্রাশুরু। এসেছে সে এক দিন লক্ষ পরানে শঙ্কা না জানে না রাখে কাহারো ঋণ। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন।" নায়িকার এই রূপে মুগ্ধ দর্শক। নিজেকে কী ভাবে ভেঙে গড়ে নতুন চরিত্র করতে হয় তা দেখিয়ে দিয়েছেন এই নায়িকা।