Urfi Javed | Viral Video: অর্ধনগ্ন পোশাক! খোলা বুক! উরফি জাভেদকে শপিংমলে ঢুকতেই দিলেন না গার্ড! ভাইরাল ভিডিও
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Urfi Javed | Viral Video: লজ্জায় উরফি জাভেদ। শপিংমলে ঢুকতেই দিলেন না সিকিউরিটি গার্ড! ভাইরাল ভিডিও
#মুম্বই: উরফি জাভেদ (Urfi Javed )। বলিউডের এই জনপ্রিয় মডেল-অভিনেত্রীকে এখন সকলেই চেনেন। ছোট পর্দা থেকে অভিনয়ের শুরু। তারপর বিগবসে এন্ট্রি। যদিও বিগবসে জেতা হয়নি উরফির। কিন্তু সেখান থেকে এসেই একেবারে নিজের ভোল বদলে নিয়েছেন নায়িকা। রোজ নতুন নতুন পোশাক পরে মুম্বইয়ের রাস্তায় ফটোশ্যুট করতে দেখা যায় তাঁকে। শুধু ফটোশ্যুট নয়, কখনও কখনও আবার নাম মাত্র পোশাকে শরীর ঢেকে চলে যান শপিং মল থেকে শুরু করে বিমান বন্দর। এমনকি মুম্বইয়ের বস্তি এলাকাতেও চলে যান তিনি।
সবটাই তিনি (Urfi Javed ) করেন পাবলিসিটির কথা মাথায় রেখে। কিন্তু এবার যা হল তা আপনি ভাবতেও পারবেন না। সকাল সকাল বুকের প্রায় সবটা খোলা এমন পোশাক পরে উরফি গোরেগাঁওয়ের একটি শপিং মলে গেলেন। সঙ্গে তাঁর অ্যাসিস্ট্যান্ট। এবং কয়েকজন ফটোগ্রাফার। উরফি শপিং মলে ঢুকবেন, ঘুরবেন সেই ছবি ক্যামেরা বন্দি করবেন পাপারাৎজিরা। এমনটা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু বাধ সাধলেন ওই শপিংমলের সিকিউরিটি গার্ড।
advertisement
advertisement
advertisement
পাপারাৎজিদের নিয়ে একে বারে হন-হন করে হেঁটে শপিংমলে ঢুকে পোজ দিতে রেডি উরফি (Urfi Javed ) । চলে এলেন সেই সিকিউরিটি গার্ড। সোজা উরফিকে প্রশ্ন, কে আপনি? আর কার পারমিশন নিয়ে এখানে এই পোশাকে ছবি তুলছেন? উরফি তো অবাক। বলছেন আমি উরফি। গার্ডও নাছোরবান্দা। পাল্টা প্রশ্ন ছোড়ে পারমিশন দেখান এখানে ছবি তোলার। যথারীতি তা নেই উরফির কাছে। সোজা শপিংমল থেকে বের করে দেন সেই গার্ড। কারও কথাই শোনেন না। বাধ্য হয়ে মাথা গরম করে ফিরতে হয় উরফিকে।
advertisement
advertisement
advertisement
এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল (Viral video) হয়। ভিডিও দেখে নেটিজেনরা লিখেছেন, 'উচিত কাজ করেছেন ওই গার্ড।' কেউ কেউ আবার গার্ডের নিজের কাজের প্রতি সততার প্রশংসাও করেছেন। এবং অনেকে আবার উরফিকে বলেছেন, 'যা তা পোশাক পরে রাস্তাঘাটে কার্টুন সাজা বন্ধ করুন'। এক জন লিখেছেন, 'এসব না করে পর্দায় কাজের চেষ্টা করুন। বেশিদিন মানুষ এসব দেখবে না।" যদিও সেসব প্রশ্নের জবাব দেননি উরফি (Urfi Javed )। উল্টে ঠিক তার পরেই নিজের পোস্ট কার্ড সাইজ ছবি দিয়ে শরীর ঢেকে একটি ভিডিও পোস্ট করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2022 6:17 PM IST