অনুষ্কা শর্মা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হ্যালোউইনের নানা ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গিয়েছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, তাঁর স্ত্রী ঋতিকা, রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি ও তাঁদের ছেলেমেয়েদের। বাচ্চারা সকলেই হ্যালোউইন স্পেশ্যাল পোশাকে সেজেছিলেন। ঈশান কিষাণকে দেখা গেল আরেকটি ছবিতে হার্দিক পান্ডিয়ার ছেলে অগস্তাকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি। অনুষ্কা এই ছবি শেয়ার করে লিখেছেন, 'হ্যাপি হ্যালোউইন এই আদুরেদের তরফ থেকে'। সামনে ভামিকা পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে।
advertisement
কোনও ছবিতেই ভামিকাকে সামনে থেকে দেখা যাচ্ছে না। তবে সাদা পরীর মতো পোশাকে এবারে জীবনের প্রথম হ্যালোউইনে সেজেছে ভামিকা। অশ্বিনের স্ত্রী প্রীতিও একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেমন ছিল ভারতীয় দলের অন্দরে হ্যালোউইনের পার্টি, সেই ঝলকই আরও ভালোভাবে বোঝা গিয়েছে এই ছবিগুলিতে। ঋষভ পন্থ সব বাচ্চাদের চকোলেট বিলি করছেন দেখা গিয়েছে ভিডিওতে।
আরও পড়ুন: কোহলির মেয়ের মুখ দেখেছেন? একসঙ্গে ব্রেকফাস্টে বিরাট-অনুষ্কা-ভামিকা...
আরও পড়ুন: এত জঘন্য ক্রিকেট ভারতকে কবে খেলতে দেখেছেন, মনে পড়ছে না শোয়েবের
রবিবার অবশ্য খেলার দিক থেকে ভালো যায়নি টিম ইন্ডিয়ার। পাকিস্তানের পর নিউ জিল্যান্ডের কাছেও রবিবার হেরে যায় বিরাটের দল। দুই ম্যাচে পর পর হেরে কার্যত ওয়ার্ল্ডকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ভারতীয় দলের।