Shoaib Akhtar on India vs New Zealand : এত জঘন্য ক্রিকেট ভারতকে কবে খেলতে দেখেছেন, মনে পড়ছে না শোয়েবের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Shoaib Akhtar believes toss factor along with low confidence main reason for India loss. নিউজিল্যান্ডের বিরুদ্ধে জঘন্য হার টিম ইন্ডিয়ার। শোয়েব আখতার ম্যাচের পর জানিয়েছেন তিনি মনেপ্রাণে চেয়েছিলেন' ভারত আজকে জিতুক। কিন্তু টস হারা এবং পাল্লা দিয়ে জঘন্য পারফরম্যান্স ভারতকে ম্যাচ থেকে অনেক আগেই হারিয়ে দিয়েছিল
#রাওয়ালপিন্ডি: চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের ভাগ্য সম্পূর্ণ আর নিজেদের হাতে নেই। আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ডকে হারালেও আফগানিস্তান এবং নিউজিল্যান্ড মেঝের দিকে তাকিয়ে থাকতে হবে বিরাট কোহলির দলকে। যে দল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অন্যতম ফেভারিট হিসেবে শুরু করেছিল, পরপর দুটো ম্যাচে ভরাডুবির পর প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ভারতীয় দলের কেন এমন হাল?
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে লজ্জার হারের পর রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে জঘন্য হার টিম ইন্ডিয়ার। প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতার ম্যাচের পর জানিয়েছেন তিনি মনেপ্রাণে চেয়েছিলেন' ভারত আজকে জিতুক। কিন্তু টস হারা এবং পাল্লা দিয়ে জঘন্য পারফরম্যান্স ভারতকে ম্যাচ থেকে অনেক আগেই হারিয়ে দিয়েছিল। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' বলছেন তিনি আগেই জানিয়েছিলেন আজকে অন্তত বিরাট কোহলির টস ভাগ্য যদি সঙ্গ দেয়, তাহলে ভারত কিছুটা সুবিধা পাবে। কারণ দুবাইতে টস একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে।
advertisement
advertisement
Disappointing performance by India. Really expected a better & strong performance! pic.twitter.com/gAwSikVEi4
— Shoaib Akhtar (@shoaib100mph) October 31, 2021
কিন্তু টস হাতে নেই। যেটা হাতে ছিল সেটা হচ্ছে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া। শোয়েব বলছেন ভারতের ব্যাটিং এর সময় পাওয়ার প্লেতেই ম্যাচটা হেরে গিয়েছিল ভারত। তবু তিনি আশা রেখেছিলেন শেষদিকে যদি পন্থ এবং হার্দিক পান্ডিয়া কিছু করে দেখান। রোহিত শর্মাকে ওপেনিং থেকে সরানো সঠিক সিদ্ধান্ত মনে হয়নি তার। কিন্তু ভারত পাকিস্তানের কাছে একতরফা আত্মসমর্পণ করার পর, আজ লড়াকু মানসিকতা নিয়ে নামবে সেটাই আশা করেছিলেন আখতার।
advertisement
কিন্তু তিনি যা দেখলেন সেটা হজম করতে পারছেন না। এত আত্মবিশ্বাসের অভাব এবং ভয় ঠিক কী কারণে ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না। তবে ভারতীয় সমর্থকদের তিনি সাবধান করে দিয়েছেন আফগানিস্তান নিয়ে। রশিদ খান, নবি, হাজেরাতুল্লাহ, জাদরানদের দল আর একটু হলেই পাকিস্তানকে হারিয়ে দিচ্ছিল। ভারতকেও সহজে ছেড়ে দেবে না আফগানিস্তান। শোয়েব মনে করেন হাতে যখন তিনটি ম্যাচ আছে, তখন আগে সর্বশক্তি দিয়ে সেই ম্যাচগুলো জেতার চেষ্টা করতে হবে টিম ইন্ডিয়াকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 01, 2021 12:32 AM IST