আরও পড়ুন: কাঁচা সব্জি মাখা খেয়েছেন কখনও? স্বাদে নাকি লাজবাব, হাবড়ায় হচ্ছেটা কী!
ইনস্টাগ্রামের স্টোরিতে নিজেই অনুষ্কা শেয়ার করেছেন সেই খাবারের ছবি। সেখানে দেখা যাচ্ছে, পান্তা ভাত, আলু চোখা, বেগুন ভাজা, বরা, কাঁচা পেঁয়াজ ও লঙ্কা নিয়ে খেতে বসেছেন অনুষ্কা শর্মা। ক্যাপশনে লিখেছেন পান্তা ভাত। গরমের দিনে বাঙালিরা খুবই ভালোবাসে এই খাবার খেতে। শরীর ঠান্ডা রাখতেও দারুণ উপকারী এই খাবার। আর সেই রহস্য জানতে পেরেই হয়তো এই খাবার খাচ্ছেন তিনি।
advertisement
আরও পড়ুন: চুঁচুড়ার এক সমাধির সঙ্গে 'জড়িয়ে' আছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম! কেন জানেন?
পান্তা ভাতের সঙ্গে অনেকেই আলু পোস্ত, শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ, কাঁচালঙ্কা ও সরষে তেল ঢেলেও খান। বাসি ভাত সারারাত জলে ভিজিয়ে রেখে তৈরি করা হয় পান্তা। এর সঙ্গে আলু চোখা, বেগুন ভাজা, কাঁচা লঙ্কা-পেঁয়াজ সহযোগেই ভালো লাগে এই খাবার। তবে অনুষ্কার পাশাপাশি বিরাটও পান্তা ভাত চেখে দেখেছেন তিনা, তা জানা যায়নি।