TRENDING:

স্ত্রী অনুষ্কা শর্মা পর্দার ক্রিকেটার, বিরাটের প্রতিক্রিয়া দেখার মত

Last Updated:

ছবির ট্রেলার দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুষ্কার স্বামী বিরাট কোহলি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: অনুষ্কা শর্মার পরবর্তী ছবি 'চাকদা এক্সপ্রেস', মুক্তির অপেক্ষায়। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি৷ নাম ভূমিকায় থাকছেন অনুষ্কা৷ ক্রিকেট খেলতে দেখা যাবে তাঁকে৷ সোমবার চাকদা এক্সপ্রেস ছবির ঝলক সকলের সঙ্গে শেয়ার করেছেন নায়িকা নিজেই৷
advertisement

ছবির ট্রেলার দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুষ্কার স্বামী বিরাট কোহলি৷ অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার তিনি৷ তাঁর স্ত্রীকে এই অবতারে দেখে বেশ খুশি বিরাট৷ তাঁর প্রতিক্রিয়া দেখেই সেটা বোঝা যায়৷

আরও পড়ুন প্রদীপ মুখোপাধ্যায় নেই, রয়ে গেল এই মাসেই শ্যুটিং সেটে কেক কেটে জন্মদিন পালনের ভিডিও

 

অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ছবির একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, 'আমাদের পরিচালক প্রসিত রায়ের সঙ্গে 'চাকদা এক্সপ্রেস'-এর এক ঝলক। ছবিটি ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এই ছবির ভিডিও দেখে হার্ট ইমোজি দিয়েছেন বিরাট৷ অর্থাৎ ঝুলন রূপে অনুষ্কাকে খুবই পছন্দ হয়েছে তাঁর৷

advertisement

ছবি পরিচালনা করেছেন প্রসিত রায়। প্রসিত এর আগেও ব্লাডি মুসটাচ, পরীর মতো ছবি পরিচালনা করেছেন। চাকদা এক্সপ্রেস ছবিতে উঠে আসবে ছোট শহর চাকদা থেকে বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটার ঝুলন গোস্বামীর যাত্রার কথা।

আরও পড়ুন সুদীপা চট্টোপাধ্যায় অহংকারী মানসিকতার! ফেসবুক পোস্ট বিতর্কে অভিযোগ অরিত্র

advertisement

চাকদা এক্সপ্রেস প্রাক্তন ভারতীয় মহিলা অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবনের উপর ভিত্তি করে তৈরি। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অত্যন্ত উল্লেখযোগ্য ক্রিকেটার ঝুলন গোস্বামী। একদিনের ক্রিকেটে ২০১ ম্যাচে ১২২৮ রান করেছেন এবং ২৫২ উইকেট নিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

তবে ঝুলন গোস্বামী এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কাছাকাছি। ১৮ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছেন তিনি। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২১শে এবং তৃতীয়টি ২৪শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে হবে ঝুলনের শেষ ম্যাচ। ঝুলন তিন ফরম্যাটেই ৩৫২ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্ত্রী অনুষ্কা শর্মা পর্দার ক্রিকেটার, বিরাটের প্রতিক্রিয়া দেখার মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল