TRENDING:

Anushka Sen: দীপিকা-ক্যাটরিনাকে বলে বলে গোল, বাঙালি অনুষ্কা সেন এখন নতুন হার্টথ্রব! চেনেন?

Last Updated:

Anushka Sen: ছোট্ট মেয়েটি এখন কোটি কোটি টাকার মালকিন। এবং শুধু দেশে নয়, বিদেশেও নাম করেছেন এই মেয়ে। নাম অনুষ্কা সেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দীপিকা, ক্যাটরিনা, আলিয়াকে রীতিমতো টেক্কা দিচ্ছেন ২০ বছরের এই বাঙালি কন্যা। ছোট্ট মেয়েটি এখন কোটি কোটি টাকার মালকিন। এবং শুধু দেশে নয়, বিদেশেও নাম করেছেন এই মেয়ে। নাম অনুষ্কা সেন। একেবারে খাঁটি বাঙালি সে। সদ্য টিনএজকে বিদায় দেওয়া মেয়ের পেশা কী? কীভাবেই বা এত টাকা পকেটে তাঁর?
অনুষ্কা সেন
অনুষ্কা সেন
advertisement

মাত্র ২০ বছরে কখনও কোরিয়া আবার কখনও ভারত– তাঁর অনায়াস যাতায়াত। কীভাবে এত টাকা রোজগার অনুষ্কার? আসলে অনুষ্কা পেশায় অভিনেত্রী ও মডেল। সেখান থেকে তাঁর আয় বেশ ভাল। শোনা যায় ধারাবাহিক প্রতি এপিসোডে নাকি লক্ষাধিক টাকা পারিশ্রমিক পান তিনি। আয়ের আরও জায়গা রয়েছে। এই মুহূর্তে তাঁর ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা প্রায় ৪ কোটি।

advertisement

আরও পড়ুন: আচমকা হার্ট অ্যাটাক শ্রেয়স তলপড়ের, কেমন আছেন অভিনেতা? আরোগ্য কামনায় ভক্তরা

সেখান থেকেও আয় হয় ভালই। মোট সম্পত্তির পরিমাণ? তা শুনলে তো চোখ কপালে উঠতে বাধ্য। সূত্র জানাচ্ছে, এই কুড়ি বছরেই নাকি প্রায় ১০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। এ ছাড়াও দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি তো রয়েছেই। আর রয়েছে চোখ ঝলসে দেওয়া জীবনযাত্রা। এত কম বয়সে কীভাবে এত টাকা রোজগার করে ফেললেন তিনি সে প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে জাগছে।

advertisement

আরও পড়ুন: কটন বাডস দিয়ে কানের ময়লা পরিষ্কার করলে বড় ক্ষতি হতে পারে! জানুন কীভাবে করা উচিত

আসলে অনুষ্কার অভিনয় জগতে প্রবেশ সেই ছোট বেলায়। ‘বাল বীর’, ‘ঝাঁসি কি রানি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। অনেক সময়েই ছোট বয়সে সাফল্য পেলেও বড় বয়সে হারিয়ে যেতে দেখা যায় বিভিন্ন অভিনেতাকে। অনুষ্কা কিন্তু সে দলে মোটেও নাম লেখাননি। রীতিমতো দাপিয়ে অভিনয় করে গিয়েছেন তিনি। পাশাপাশি অংশ নিয়েছেন ‘খতড়ো কি খিলাড়ি’র মতো রিয়ালিটি শো’তেও। অনুষ্কা বাঙালি হলেও ঝাড়খণ্ডের বাসিন্দা। সম্প্রতি আবার অভিনয় করেছেন কোরিয়ান ড্রামাতেও। সব মিলিয়ে বিশ বছরের এই তরুণীর বৃহস্পতি এই মুহূর্তে তুঙ্গে।

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anushka Sen: দীপিকা-ক্যাটরিনাকে বলে বলে গোল, বাঙালি অনুষ্কা সেন এখন নতুন হার্টথ্রব! চেনেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল