Shreyas Talpade Heart Attack Update: আচমকা হার্ট অ্যাটাক শ্রেয়স তলপড়ের, কেমন আছেন অভিনেতা? আরোগ্য কামনায় ভক্তরা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shreyas Talpade Heart Attack Update: অক্ষয় কুমারের সঙ্গে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' ছবির শ্যুটিং করে ফিরছিলেন শ্রেয়স তলপড়ে। অভিনেতার ফ্যানেরা হতবাক এমন খবরে।
মুম্বই: বৃহস্পতিবার রাতে আচমকাই হার্ট অ্যাটাক হয় অভিনেতা শ্রেয়স তলপড়ে। শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা। অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শ্যুটিং করে ফিরছিলেন শ্রেয়স। অভিনেতার ফ্যানেরা হতবাক এমন খবরে। দ্রুত তাঁর আরোগ্য কামনা করছেন ভক্তরা।
এখনও শ্রেয়স তলপড়ে হাসপাতালেই ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। ৪৭ বছরের অভিনেতা বৃহস্পতিবার শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। অভিনেতাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর আন্ধেরি পশ্চিমের বেলভিউ হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।
আরও পড়ুন: মহিলাদের ঋতুস্রাব প্রতিবন্ধকতা নয়, সবেতন ছুটি অপ্রয়োজনীয়: স্মৃতি ইরানি
বলিউড সূত্রে খবর, শ্রেয়স সারাদিন শ্যুটিং করে বাড়ি ফিরছিলেন। অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’ ছবির শ্যুট চলছিল। তিনি সারাদিন শ্যুট করেছেন, একেবারে সুস্থ ছিলেন এবং সেটে সবার সঙ্গে মজাও করেন। বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যেরও শ্যুট করেন তিনি। শ্যুটিং শেষ করে তিনি বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে জানান যে, তিনি একটা অস্বস্তি বোধ করছেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে অবস্থা আরও খারাপ হয়।
advertisement
advertisement
একাধিক হিট হিন্দি এবং মরাঠি সিনেমায় কাজ করেছেন শ্রেয়স তলপড়ে। বিশেষ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়ও। দুই দশকের কেরিয়ারে শ্রেয়স ৪৫টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। ইকবাল, হাউজফুল, গোলমাল, পোস্টার বয়েজ, ওম শান্তি ওমের মতো একাধিক হিট ছবির অভিনেতা শ্রেয়স।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2023 9:57 AM IST