অরিন্দম শীল সঞ্চালনার দায়িত্বে ছিলেন। অনুরাগের নাম উচ্চারণ করতেই নন্দনের থিকথিকে ভিড়ে উল্লাসধ্বনি। তারপর মঞ্চে কাশ্যপকে দেখে সেই উল্লাসধ্বনির মাত্রা কোথায় গিয়েছে, তা তো আন্দাজ করাই যাচ্ছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান, পরিচালক রাজ চক্রবর্তী সংবর্ধনা জানালেন অনুরাগকে। তাঁর কথায় জানা গেল, তিনি এই প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছেন।
advertisement
আরও পড়ুন: যেন রূপকথা! ‘অ্যানিমাল’ খ্যাত অভিনেতার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলি সুন্দরী মুক্তি
নিজের ছবি নিয়ে কথা বললেন অনুরাগ। ২০ বছর ধরে একটি চরিত্র মাথায় তৈরি করেছিলেন অনুরাগ। এতদিনে একটি গল্পে তাকে জায়গা দিতে পেরে আপ্লুত পরিচালক। সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ জানালেন তিনি। ছবি শুরুর আগে তিনি বললেন, ‘‘আশা করি, ছবিটা আপনাদের ভাল লাগবে। আপনারা ছবির সঙ্গে একাত্ম হতে পারবেন বলেই আশা করি। আজ রাতে যেন ঘুমতে না পারেন (হেসে)।’’
অনুরাগের কথায়, ‘‘কলকাতায় এই ছবি দেখানোর স্বপ্ন ছিল আমার। প্রতি বছরই আমি এই শহরে আসি। বেশ কিছু পুরনো বন্ধু এখানে আছে। খাবারের নিরিখে কলকাতা আমার সবথেকে পছন্দের। তাই প্রতি বছরই এখানে আসি কেবল খাওয়ার জন্য।’’