Mukti Mohan Wedding: যেন রূপকথা! ‘অ্যানিমাল’ খ্যাত অভিনেতার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বলি সুন্দরী মুক্তি

Last Updated:
Mukti Mohan Wedding: নবদম্পতির ইনস্টাগ্রাম প্রোফাইলে মিলল বিয়ের ছবি। সে যেন রূপকথা। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনের উপস্থিতিতে বিয়ে সারলেন মুক্তি-কুণাল। ১০টি ছবি শেয়ার করেছেন তাঁরা।
1/10
টলিউড থেকে বলিউড, মাসখানেক ধরে বিয়ের হিড়িক পড়ে রয়েছে। সানাই যেন থামতেই চায় না। টলিউডের বিয়ের ভিড়ের মধ্যেই গাঁটছড়া বাঁধলেন বলিউডের তারকা। নৃত্যশিল্পী মুক্তি মোহন বিয়ে করলেন ‘অ্যানিমাল’ খ্যাত অভিনেতা কুণাল ঠাকুরকে।
টলিউড থেকে বলিউড, মাসখানেক ধরে বিয়ের হিড়িক পড়ে রয়েছে। সানাই যেন থামতেই চায় না। টলিউডের বিয়ের ভিড়ের মধ্যেই গাঁটছড়া বাঁধলেন বলিউডের তারকা। নৃত্যশিল্পী মুক্তি মোহন বিয়ে করলেন ‘অ্যানিমাল’ খ্যাত অভিনেতা কুণাল ঠাকুরকে।
advertisement
2/10
নবদম্পতির ইনস্টাগ্রাম প্রোফাইলে মিলল বিয়ের ছবি। সে যেন রূপকথা। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনের উপস্থিতিতে বিয়ে সারলেন মুক্তি-কুণাল। ১০টি ছবি শেয়ার করেছেন তাঁরা।
নবদম্পতির ইনস্টাগ্রাম প্রোফাইলে মিলল বিয়ের ছবি। সে যেন রূপকথা। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনের উপস্থিতিতে বিয়ে সারলেন মুক্তি-কুণাল। ১০টি ছবি শেয়ার করেছেন তাঁরা।
advertisement
3/10
দম্পতি লিখেছেন, ‘তোমার মধ্যে আমি আমার ঐশ্বরিক সংযোগ খুঁজে পাই, তোমার সঙ্গেই এক হওয়া লেখা ছিল ভাগ্যে। ঈশ্বর,পরিবার এবং বন্ধুদের আশীর্বাদ পেয়ে কৃতজ্ঞ। স্বামী এবং স্ত্রী পথচলার জন্য আমাদের দুই পরিবারের কাছ থেকে আশীর্বাদ চাই।’
দম্পতি লিখেছেন, ‘তোমার মধ্যে আমি আমার ঐশ্বরিক সংযোগ খুঁজে পাই, তোমার সঙ্গেই এক হওয়া লেখা ছিল ভাগ্যে। ঈশ্বর,পরিবার এবং বন্ধুদের আশীর্বাদ পেয়ে কৃতজ্ঞ। স্বামী এবং স্ত্রী পথচলার জন্য আমাদের দুই পরিবারের কাছ থেকে আশীর্বাদ চাই।’
advertisement
4/10
রশমি দেশাই, নকুল মেহতা, মেইয়াং চ্যাং, পাংখুরি আওয়াস্থি, গৌতম রোডে এবং বেশ কয়েক জন তারকা নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। লাল ও সাদার মিশেলে ঝলমলে হয়ে ছিলেন যুগল।
রশমি দেশাই, নকুল মেহতা, মেইয়াং চ্যাং, পাংখুরি আওয়াস্থি, গৌতম রোডে এবং বেশ কয়েক জন তারকা নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। লাল ও সাদার মিশেলে ঝলমলে হয়ে ছিলেন যুগল।
advertisement
5/10
মুক্তি হলেন নীতি মোহন এবং শক্তি মোহনের বোন, যারা ইন্ডাস্ট্রিতেও সুপরিচিত তাঁদের নৃত্য দক্ষতার জন্য। ডান্স রিয়্যালিটি শো ‘জারা নাচকে দিখা ২’-এ অংশ নিয়ে বিজয়ী হন। ‘কমেডি সার্কাস কা জাদু’তেও ছিলেন তিনি।
মুক্তি হলেন নীতি মোহন এবং শক্তি মোহনের বোন, যারা ইন্ডাস্ট্রিতেও সুপরিচিত তাঁদের নৃত্য দক্ষতার জন্য। ডান্স রিয়্যালিটি শো ‘জারা নাচকে দিখা ২’-এ অংশ নিয়ে বিজয়ী হন। ‘কমেডি সার্কাস কা জাদু’তেও ছিলেন তিনি।
advertisement
6/10
‘দিল হ্যায় হিন্দুস্তানি ২’-এ কোরিয়োগ্রাফার রাঘব জুয়ালের সঙ্গে সঞ্চালকের ভূমিকা পালন করেছিলেন। এছাড়া ‘ঝলক দিখলা যা’-তেও প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন মুক্তি।
‘দিল হ্যায় হিন্দুস্তানি ২’-এ কোরিয়োগ্রাফার রাঘব জুয়ালের সঙ্গে সঞ্চালকের ভূমিকা পালন করেছিলেন। এছাড়া ‘ঝলক দিখলা যা’-তেও প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন মুক্তি।
advertisement
7/10
‘ব্লাড ব্রাদার্স’, ‘সাহেব, বিবি অর গ্যাংস্টার,’ ‘হেট স্টোরি’ এবং ‘দারুভু’র মতো ছবিতে অভিনয়ও করতে দেখা গিয়েছিল মুক্তিকে। অন্যদিেক কুণালও একজন অভিনেতা।
‘ব্লাড ব্রাদার্স’, ‘সাহেব, বিবি অর গ্যাংস্টার,’ ‘হেট স্টোরি’ এবং ‘দারুভু’র মতো ছবিতে অভিনয়ও করতে দেখা গিয়েছিল মুক্তিকে। অন্যদিেক কুণালও একজন অভিনেতা।
advertisement
8/10
সম্প্রতি তাঁকে ‘অ্যানিমাল’ ছবিতে দেখা গিয়েছে। যেখানে তিনি প্রবাসী ভারতীয়র চরিত্রে অভিনয় করেছেন। ছবির নায়িকা রশ্মিকা মান্দান্নার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল।
সম্প্রতি তাঁকে ‘অ্যানিমাল’ ছবিতে দেখা গিয়েছে। যেখানে তিনি প্রবাসী ভারতীয়র চরিত্রে অভিনয় করেছেন। ছবির নায়িকা রশ্মিকা মান্দান্নার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল।
advertisement
9/10
বিয়ের ছবিগুলিতে নীতি এবং মুক্তিকেও বড় সুন্দর দেখিয়েছে। তিন বোনের নাচ দেখে বারবার মুগ্ধ হয়েছে এই দেশের জনতা। বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁরা একাধিক বার নজির গড়েছেন।
বিয়ের ছবিগুলিতে নীতি এবং মুক্তিকেও বড় সুন্দর দেখিয়েছে। তিন বোনের নাচ দেখে বারবার মুগ্ধ হয়েছে এই দেশের জনতা। বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁরা একাধিক বার নজির গড়েছেন।
advertisement
10/10
নীতি সবার থেকে বড়, মুক্তি এবং শক্তি যমজ বোন। তাই এই দুই বোনের নাচ নিয়ে মানুষ আরও বেশি উত্তেজিত।
নীতি সবার থেকে বড়, মুক্তি এবং শক্তি যমজ বোন। তাই এই দুই বোনের নাচ নিয়ে মানুষ আরও বেশি উত্তেজিত।
advertisement
advertisement
advertisement