আরও পড়ুনঃ গাদা গাদা Iron-এর ট্যাবলেট-ক্যাপসুল খাওয়া ছেড়ে ‘এই’ ৫ খাবার রোজ খান! শরীরে তৈরি করবে নতুন রক্ত
দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় অনুরাগ কাশ্যপ বলেন যে, “সমষ্টিগত ভাবে আমাদের দর্শকদের অবহেলা করা হয়েছে। উদাহরণস্বরূপ, কোভিডের সময় আমি দেখেছিলাম যে, আমার দু’টি ছবি – ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ এবং ‘মুক্কাবাজ’-এর এখন উত্তর ভারতে একটা নির্দিষ্ট দর্শক রয়েছে। তা উত্তর ভারতে মুক্তিই পায়নি। ডিস্ট্রিবিউশনের বৈঠকের সময় আমি দেখেছি যে, আমার উত্তর ভারতীয় ছবিগুলি উত্তর ভারতের সব অংশে মুক্তি পায়নি। কারণ স্টুডিও সিদ্ধান্ত নিয়েছে যে, আমার আসল দর্শক রয়েছেন দিল্লি, মুম্বই, চণ্ডীগড় এবং হায়দরাবাদে। আসলে তাঁরা এতটাই বোধহীন।”
advertisement
বিহারের এক প্রেক্ষাগৃহের মালিকের ঘটনা উল্লেখ করে অনুরাগ কাশ্যপের বক্তব্য, “বিহারের এক প্রেক্ষাগৃহের মালিক আমায় জানিয়েছিলেন যে, তিনি প্রযোজনা সংস্থা Eros-এর কাছে আমার ছবি রিলিজ করার জন্য প্রচুর কাকুতিমিনতি করেছিলেন। কিন্তু প্রযোজনা সংস্থা সেই প্রস্তাব নাকচ করে দিল, কারণ আরও একটি ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) তৈরি করার জন্য টাকার প্রয়োজন হয়। তাদের মনে হয়েছিল যে, সেই খরচ মার্কেটের জন্য যথেষ্ট হবে না।”
আরও পড়ুনঃ এক চামচ ঘিতেই বধ সুগার থেকে কোলেস্টেরল! শুধু মেশান এই জিনিসে! আজ থেকেই খাওয়া শুরু করুন
দক্ষিণ ভারতীয় ছবি কীভাবে উত্তর ভারতের বাজার ধরে নিয়েছে, সেই বিষয়ে চিত্রপরিচালক জানান যে, ডাবিং করা ভার্সনও দুর্ধর্ষ সাফল্য লাভ করেছে। অনুরাগ কাশ্যপের কথায়, “আমরা হিন্দি ছবি তৈরি করি। কিন্তু আমরা হিন্দি ছবির দর্শকদের অবহেলা করেছি। আর এই মানুষটা এর ফায়দা তুলে ইউটিউব চ্যানেল গোল্ডমাইনস তৈরি করেছে। যেখানে তিনি সস্তায় দক্ষিণের ছবি তুলতে শুরু করে, তা ডাবিং করেছেন এবং হিন্দি দর্শকদের কাছে তা তুলে ধরছেন। পটনায় ‘পুষ্পা ২’ ছবির ট্রেলার মুক্তি পেতেই প্রচুর দর্শক তৈরি হয়ে গিয়েছিল।”
দর্শকদের পছন্দ বদলে যাওয়ায় ভারতীয় সিনেমার ধারায় নাটকীয় বদল এসেছে। অনুরাগ কাশ্যপ লক্ষ্য করেছেন যে, একসময় অমিতাভ বচ্চন, গোবিন্দা এবং সলমন খানের মতো বলিউড তারকাদের প্রতি বিশ্বস্ত ছিল উত্তর ভারতীয় দর্শকরা। অথচ বর্তমানে তাঁরাই দক্ষিণী তারকাদের ভক্ত হয়ে উঠেছেন।