TRENDING:

Lust Storiers 2: 'পিরিয়ডসের তারিখ কবে?' ‘লাস্ট স্টোরিজ ২’ খ্যাত অভিনেত্রীকে চমকে দেওয়া প্রশ্ন করেছিলেন অনুরাগ

Last Updated:

পরিচালকের এই সংবেদনশীলতাই মুগ্ধ করেছিল অভিনেত্রীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: তাঁর অভিনয় দক্ষতায় দর্শক মুগ্ধ হয়েছিল আগেই। ‘লাস্ট স্টোরিজ ২’-এর পর যেন আরও একবার চমকে গিয়েছে দর্শক। কঙ্কনা সেনশর্মা পরিচালিত গল্প ‘মিরর’-এ তিলোত্তমা সোমের কাজের লোক ‘সীমা দিদি’র চরিত্রে দেখা গিয়েছে অম্রুতা সুভাষকে। তিলোত্তমা সোম অফিস চলে যাওয়ার পর তাঁরই বিছানায় নিজের স্বামীর সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন অম্রুতা। গোটা গল্পে অম্রুতা যেভাবে যৌনতাকে ফুটিয়ে তুলেছেন তা প্রশংসনীয়। এর আগে ‘সেক্রেড গেমস’-এ প্রশংসনীয় অভিনয় করেছে অম্রুতা।  সেক্রেড গেমস ২’ সিরিজ়ে প্রথমবার পর্দায় যৌনদৃশ্যে অভিনয় করেন অম্রুতা। পরিচালক  ছিলেন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়েরই স্মৃতিচারণ করলেন অম্রুতা।
কেন এমন প্রশ্ন করেছিলেন অনুরাগ
কেন এমন প্রশ্ন করেছিলেন অনুরাগ
advertisement

আরও পড়ুন: আদৌ কি হচ্ছে বিজেপি বিরোধী জোটের বৈঠক? হলে কোথায়, কবে.. জল্পনা উড়িয়ে স্থান-কাল জানাল কংগ্রেস

আরও পড়ুন: মাঝে আর মাত্র ২দিন! পঞ্চায়েতে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী, সামনে এল বিস্তারিত তালিকা, দেখে নিন

‘সেক্রেড গেমস ২’ -তে কুসুম দেবী যাদবের চরিত্রে দেখা গিয়েছিল অম্রুতাকে। গণেশ গাইতোন্ডে (নওয়াজউদ্দিন সিদ্দিকি)-কে গ্রেফতার করতে জান লড়িয়ে দেয় পুলিশ অফিসার সরতাজ সিং, চোর-পুলিশের এই লড়াই নিয়েই ‘সেক্রেড গেমস ২’। সেই প্রথম বার পর্দায় যৌন দৃশ্যের অভিনয় করেন অম্রুতা। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, শুট করার আগে অম্রুতাকে পিরিয়ডসের তারিখ নিয়ে প্রশ্ন করেছিলেন অনুরাগ। ঋতুচক্র চলাকালীন কি আদৌ তিনি যৌন দৃশ্যে সাবলীল ভাবে অভিনয় করতে পারবেন? এটাই পরিচালকের মূল চিন্তার বিষয়। অনুরাগের এই সংবেদনশীলতায় মুগ্ধ হয়েছিলেন অম্রুতা। তাঁর কথায়, ‘কেউ যে এতটা সংবেদনশীল হতে পারে, এটা ভেবেই ভাল লেগেছে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এর আগে গল্লি বয় ছবিতে রণবীর সিংয়ের মায়ের চরিত্রেও নজর কেড়েছিলেন অম্রুতা। মরাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত নাম অম্রুতা সুভাষ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lust Storiers 2: 'পিরিয়ডসের তারিখ কবে?' ‘লাস্ট স্টোরিজ ২’ খ্যাত অভিনেত্রীকে চমকে দেওয়া প্রশ্ন করেছিলেন অনুরাগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল