‘সেক্রেড গেমস ২’ -তে কুসুম দেবী যাদবের চরিত্রে দেখা গিয়েছিল অম্রুতাকে। গণেশ গাইতোন্ডে (নওয়াজউদ্দিন সিদ্দিকি)-কে গ্রেফতার করতে জান লড়িয়ে দেয় পুলিশ অফিসার সরতাজ সিং, চোর-পুলিশের এই লড়াই নিয়েই ‘সেক্রেড গেমস ২’। সেই প্রথম বার পর্দায় যৌন দৃশ্যের অভিনয় করেন অম্রুতা। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, শুট করার আগে অম্রুতাকে পিরিয়ডসের তারিখ নিয়ে প্রশ্ন করেছিলেন অনুরাগ। ঋতুচক্র চলাকালীন কি আদৌ তিনি যৌন দৃশ্যে সাবলীল ভাবে অভিনয় করতে পারবেন? এটাই পরিচালকের মূল চিন্তার বিষয়। অনুরাগের এই সংবেদনশীলতায় মুগ্ধ হয়েছিলেন অম্রুতা। তাঁর কথায়, ‘কেউ যে এতটা সংবেদনশীল হতে পারে, এটা ভেবেই ভাল লেগেছে।’’
advertisement
এর আগে গল্লি বয় ছবিতে রণবীর সিংয়ের মায়ের চরিত্রেও নজর কেড়েছিলেন অম্রুতা। মরাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত নাম অম্রুতা সুভাষ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2023 1:19 PM IST