১৯৯৮ সালে কেনা এই হেলিকপ্টার ইনদওরের কাছে বিজয় নগরের এক মাঠে ভেঙে পড়ে ৷ সে সময় এই চপারে যাত্রী ছিলেন অনুরাধা পোড়ওয়াল ৷ বলিউডের বিশিষ্ট এই শিল্পী এক সরকারি অনুষ্ঠানে গান গাইতে যাচ্ছিলেন ৷ তিনি সেরকম আহত না হলেও তাঁর সঙ্গে যে সরকারি আধিকারিক ছিলেন তিনি গুরুতর আহত হন ৷ এই দুর্ঘটনার পর চপারটি সারানো হয় ৷
advertisement
আরও পড়ুন : আজ গণেশ চতুর্থী, পুণ্যতিথিতে দেখুন মুম্বইয়ের শ্রী সিদ্ধি বিনায়ক মন্দিরে গণপতি বাপ্পাকে আরতি
প্রতীকী ছবি
আরও পড়ুন : ভুবনবাবুর স্মার্টফোন প্রাপ্তি উপলক্ষে উপলের গান মিশে গেল দেবাশিস দেবের কার্টুন ইলাস্ট্রেশনের সঙ্গে
বর্তমানে নির্দিষ্ট সংস্থার তরফে এই চপার নির্মাণ বন্ধ ৷ তাছাড়া ওই চপারটি ওড়ার মতো অবস্থাতেও নেই আর ৷ মূলত এই দুই কারণের জেরেই এটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ২০০২ সালের ওই চপার দুর্ঘটনায় গুরুতর আহত হন মধ্যপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের সহকারী রাজেন্দ্র সিং রঘুবংশী ৷ সংবাদসংস্থাকে রাজেন্দ্র জানিয়েছেন বায়াওড়ার কাছে এক সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনুরাধা পোড়ওয়ালকে তিনি নিয়ে যাচ্ছিলেন ৷ ইনদওরের কাছে শহরতলিতে ভেঙে পড়ে চপারটি ৷ সে সময় তাঁরা ছাড়াও চপারে ছিলেন মধ্যপ্রদেশ কংগ্রেসের তৎকালীন প্রধান রাধাকৃষ্ণণ মালব্য ৷
‘বেল ৪৩০’ চপারের জন্য ইতিমধ্যেই ই-টেন্ডার ডাকা হয়েছে ৷ সেখানে দাম উঠেছে ২ কোটি ৫৭ লক্ষ ১৭ হাজার ৭৭৭ টাকা ৷