আরও পড়ুন: কেকে-র অনুষ্ঠানের পর নজরুল মঞ্চে ফের ফেস্ট! গাইছেন অনুপম, রইল ব্যবস্থাপনার ছবি
নিজের গান গাওয়ার মাঝেই অনুপম মাইকে বলে উঠলেন,''আমার মনে পড়ছে, দু'দিন আগেকার রাত। যখন হাসপাতালে পৌঁছে আমি জানতে পারলাম, উনি আর নেই আমাদের মধ্যে। আমরা সেই শিল্পীর জন্য আজ এক মিনিটের নীরবতা পালন করতে পারি কি?'' দর্শকেরা চিৎকার করে সমর্থন জানালেন। পিছনে পর্দায় ভেসে উঠল কেকে-র ছবি। মঞ্চের শিল্পী এবং অডিটোরিয়ামের দর্শদের সঙ্গে কেকে-র স্মৃতিতে এক মিনিটের নীরবতা পালন করলেন অনুপম। সেই নীরবতা ভাঙলেন কেকে-র গান দিয়েই। দরদি গলায় গেয়ে উঠলেন, 'হম রহে ইয়া না রহে ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল'। পর্দায় তখন কেকে-র ভিডিও চালানো হল। ভেসে উঠল কেকে এবং অনুপমের একটি ছোট্ট ভিডিও-ও। উঠে দাঁড়ালেন দর্শকেরা। হাততালি দিয়ে কেকে-র সেই গানের সঙ্গে ভেসে গেলেন স্মৃতিতে। গলাও মেলালেন শেষে।
advertisement
৩১ জুনের মতো ভিড় বা বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, তার জন্য বিবিধ ব্যবস্থা নেওয়া হয়েছিল এ দিন। মোট ১৫০০টি আসন ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ভিড় একদমই হয়নি নজরুল মঞ্চে। তা ছাড়া কুল লাইট ব্যবহার করা হয়েছে। এসি-র পাশাপাশি একাধিক এয়ার কুলার এবং ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে যাতে গরমে কেউ কষ্ট না পান। মঞ্চের পাশে বা সামনে দর্শকদের দাঁড়াতে দেওয়া হয়নি। কথা মতো বাইরে অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে ছিল। সঙ্গে ভেন্টিলেশন এবং চিকিৎসক। আগের থেকে অনেক বদলে গিয়েছে মঞ্চের পরিস্থিতি, সে কথা স্পষ্ট।
আরও পড়ুন: মঞ্চে দাঁড়িয়ে ফাঁকা আসন দেখতে চাই না, আবার বিশৃঙ্খলাও চাই না গাইতে গিয়ে: অনুপম