অ্যায়তরাজ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনু কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। এর পর সাত খুন মাফ ছবিতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। রাসকিন বন্ডের বিখ্যাত বই 'সুজানস সেভেন হাজব্যান্ড'-এর উপর তৈরি হয়েছিল সাত খুন মাফ ছবিটি। প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী হিসেবে সেখানে দেখা গিয়েছিল ইরফান খান, নীল নীতিন মুকেশের মতো আরও অনেককেই। অনু কাপুরও এক স্বামীর চরিত্রে ছিলেন ছবিতে। বলিউডের সূত্রে খবর, ছবির প্রচারের সময়ই অনু কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া বিবাদে জড়িয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: একজিকিউটিভ ডিরেক্টর খুঁজছে SEBI, আজই আবেদন করুন
অনু কাপুর দাবি করেছিলেন, প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সঙ্গে ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে রাজি হননি। এর কারণ হিসেবে তিনি জানান, অনু কাপুর সুন্দর দেখতে না বলেই কাজ করতে রাজি হননি প্রিয়াঙ্কা। অনু বলেছিলেন, তিনি নায়ক হলে হয়তো প্রিয়াঙ্কা তাঁর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতেন। কারণ, হিরোদের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে প্রিয়াঙ্কার কোনও আপত্তি ছিল না।
আরও পড়ুন: ব্রালেট থেকে উঁকি দিচ্ছে চকচকে চামড়া, ছকভাঙা সাজে অন্য ভূমি!
প্রিয়াঙ্কা চোপড়া এই ঘটনায় ক্ষুব্ধ হন এবং পাল্টা অনু কাপুরকে আক্রমণ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, তাঁর সহ অভিনেতা যদি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চান এবং তার পর এমন নোংরা মন্তব্য করেন, তাহলে তাঁর ওই ধরনের ছবিতেই কাজ করা উচিত। পরে অনু আবার বলেন, তিনি প্রিয়াঙ্কার বিরুদ্ধে এমন কোনও মন্তব্যই করেননি।
