ফেসবুকে অঙ্কুশ লেখেন, “ভীষণই কম সংখ্যক মানুষ কুরবান দেখতে প্রেক্ষাগৃহে ঢুকছেন। সত্যটা মানতে একদমই লজ্জা নেই। কিন্তু চারদিকে বেশ ভাল রিভিউ পাচ্ছি ছবিটা নিয়ে।” দর্শকদের ছবিটি দেখার অনুরোধও করেছেন অভিনেতা। স্বভাবসিদ্ধ রসিকতায় তিনি লেখেন, “যে ক’জন মানুষ হলমুখী হচ্ছেন, তাঁদেরও যদি ছবিটা সত্যি ভাল লেগে থাকে সবাইকে বলবেন যেতে। শুধু ভাল লাগলে আশেপাশের মানুষদের জানাবেন। না মানে আপনাদের ছাড়া কাদের অনুরোধ করব বলুন। আপাতত প্রেক্ষাগৃহে যে মাছিগুলো উড়ছে, তাদের তো আর বোঝাতে পারব না।’
advertisement
আরও পড়ুন: ছেলেকে জুতো, লাথি! অঙ্কিতার উপর রেগে আগুন ভিকির মা, সকলের সামনে যা বললেন…
আরও পড়ুন: ‘আমরা জয়-বীরুর মতোই’! বন্ধু শাহরুখকে নিয়ে আপ্লুত সলমন, যা বললেন…
বন্ধুর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অঙ্কুশের এই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘ধক লাগে, তোমাকে নিয়ে গর্ব হয় বন্ধু।’ অঙ্কুশের ছবিটি দেখার জন্য সকলকে অনুরোধ সকলকে অনুরোধ করেছেন তিনি।
অঙ্কুশ মনে করিয়ে দিয়েছেন, ‘মির্জা’ নিয়ে ২০২৪-এর বড় কোনও উৎসবে ফিরছেন তিনি। পেশাগত জীবনের ওঠানামার সঙ্গে যেন মানিয়ে নিয়েছেন অভিনেতা।