আসলে এ সবই 'লাভ ম্য়ারেজ'-এর মহিমা। তাঁদের নতুন ছবি। নায়কের ভূমিকায় অঙ্কুশ। নায়িকার ভূমিকায় ঐন্দ্রিলা। পাত্রের বাবার চরিত্রে রঞ্জিত মল্লিক এবং পাত্রীর মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।
আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলা সম্পর্কে আসলে ভাই-বোন! প্রেম করে বিপাকে, বিয়ে না করার কারণ ফাঁস
advertisement
আরও পড়ুন: ঐন্দ্রিলাকে না, শ্রাবন্তীকে বিয়ে করার কথা বললেন অঙ্কুশ! বিবাদ তারকা জুটির
সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে ১৪ এপ্রিল। আপাতত তারই প্রচারের পরিকল্পনা নিয়ে ব্যস্ত অভিনেতা এবং নির্মাতারা। চলছে বৈঠকও। তেমনই এক বৈঠকের ছবি নেটমাধ্য়মে ভাগ করে নিয়েছেন অঙ্কুশ। ঐন্দ্রিলা, নিসপাল সিং এবং আরও অন্যান্যদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। ছবিটি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ''লাভ ম্যারেজ' নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। প্রচারের পন্থা ভাবা হচ্ছে। আর ৪২ দিন বাকি। বিয়ের তোড়জোড় শুরু। কথা দিলাম, আপনারাও তার অংশ হবেন। অনেক চমক আছে। আমাদের পাশে থাকুন। অনেক ভালবাসা।'
এই নিয়ে পর্দায় দ্বিতীয় বার জুটি বাঁধছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। ২০২১ সালে রাজা চন্দের 'ম্য়াজিক' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।