TRENDING:

Anksuh-Oindrila: 'বিয়ের তোড়জোড় শুরু'! জানিয়ে দিলেন অঙ্কুশ, তবে কি ফের সানাইয়ের সুর টলিউডে

Last Updated:

Anksuh-Oindrila: আসলে এ সবই 'লাভ ম্য়ারেজ'-এর মহিমা। তাঁদের নতুন ছবি। নায়কের ভূমিকায় অঙ্কুশ। নায়িকার ভূমিকায় ঐন্দ্রিলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: 'বিয়ের তোড়জোড় শুরু'। লিখেছেন অঙ্কুশ হাজরা। তবে কি চলতি বছরেই প্রেমিকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে সাতপাক ঘুরছেন তিনি? দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ছাদনাতলায় যাওয়ার পালা? অভিনেতার লেখা ওই একটি বাক্য দেখে এমন প্রশ্ন জাগতেই পারে।
নতুন ছবির প্রচার নিয়ে ভাবছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
নতুন ছবির প্রচার নিয়ে ভাবছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
advertisement

আসলে এ সবই 'লাভ ম্য়ারেজ'-এর মহিমা। তাঁদের নতুন ছবি। নায়কের ভূমিকায় অঙ্কুশ। নায়িকার ভূমিকায় ঐন্দ্রিলা। পাত্রের বাবার চরিত্রে রঞ্জিত মল্লিক এবং পাত্রীর মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্য। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।

আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলা সম্পর্কে আসলে ভাই-বোন! প্রেম করে বিপাকে, বিয়ে না করার কারণ ফাঁস

advertisement

আরও পড়ুন: ঐন্দ্রিলাকে না, শ্রাবন্তীকে বিয়ে করার কথা বললেন অঙ্কুশ! বিবাদ তারকা জুটির

সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে ১৪ এপ্রিল। আপাতত তারই প্রচারের পরিকল্পনা নিয়ে ব্যস্ত অভিনেতা এবং নির্মাতারা। চলছে বৈঠকও। তেমনই এক বৈঠকের ছবি নেটমাধ্য়মে ভাগ করে নিয়েছেন অঙ্কুশ। ঐন্দ্রিলা, নিসপাল সিং এবং আরও অন্যান্যদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। ছবিটি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ''লাভ ম্যারেজ' নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। প্রচারের পন্থা ভাবা হচ্ছে। আর ৪২ দিন বাকি। বিয়ের তোড়জোড় শুরু। কথা দিলাম, আপনারাও তার অংশ হবেন। অনেক চমক আছে। আমাদের পাশে থাকুন। অনেক ভালবাসা।'

advertisement

এই নিয়ে পর্দায় দ্বিতীয় বার জুটি বাঁধছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ। ২০২১ সালে রাজা চন্দের 'ম্য়াজিক' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anksuh-Oindrila: 'বিয়ের তোড়জোড় শুরু'! জানিয়ে দিলেন অঙ্কুশ, তবে কি ফের সানাইয়ের সুর টলিউডে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল