তারকা যুগলের বিবাদের একটি দিক ফুটে উঠল অঙ্কিতার কথায়। ‘পিকে’ ছবিতে পর্দায় অনুষ্কা শর্মাকে চুমু খাওয়া নিয়ে সুশান্তের সঙ্গে তুমুল ঝগড়া করেন অঙ্কিতা। নায়িকা নিজেই জানালেন, ‘পিকে’ ছবি যখন মুক্তি পায়, তখন যশ রাজ স্টুডিওজের একটি পুরো হল বুক করেছিলেন। সেখানে অঙ্কিতা আর সুশান্ত ছাড়া আর কেউ ছিলেন না। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
advertisement
অঙ্কিতা সহ প্রতিযোগীদের গল্প বললেন, ‘‘সুশান্ত জানত, আমি পুরো সিনেমাটা দেখে পাগল হয়ে যাব। তাই আর কাউকে সেখানে থাকতে দিলে হত না। যখন চুমুর দৃশ্যটা শুরু হয়, আমার মাথা ঘুরতে শুরু করে। আমি নখ দিয়ে ওর হাত খামচে ধরি। ভয় পেয়ে পালিয়ে যায় সুশান্ত। আর ফেরেনি। সিনেমাটা শেষ হওয়ার পর ও ফেরে। আমি বাড়ি গিয়ে খুব কান্নাকাটি করি। সুশান্তও কাঁদে। আর কাঁদে কাঁদতে বলে, আমায় ক্ষমা করে দাও বুবু, আর এরকম করব না।’’
আরও পড়ুন: গাড়ির ভিতরে মৃত অবস্থায় নায়কের দেহ! জনপ্রিয় অভিনেতার রহস্যমৃত্যুতে শিউরে উঠলেন ভক্তরা
কিন্তু এই ঘটনা এখানেই শেষ নয়। এরপর থেকে যখনই সুশান্ত এবং অঙ্কিতা ঘনিষ্ঠ হতেন, অনুষ্কার সঙ্গে সমস্ত ঘনিষ্ঠ দৃশ্যগুলি অঙ্কিতার চোখের সামনে ভেসে উঠতে থাকে। সঙ্গে সঙ্গে সুশান্তকে দূরে সরিয়ে দিতেন তিনি।