বুধবারের এপিসোডে বিস্ফোরক দাবি করেছেন ‘পবিত্র রিশতা’র নায়িকা। তাঁর কথায়, তিনি ভিকির সঙ্গে ঘরে ফিরতে চান না। এ সবের সূত্রপাত, নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি প্রতিযোগী আয়েশা খানের সঙ্গে ভিকির কথোপকথন থেকে। যেখানে আয়েশা প্রশ্ন করেন ভিকিকে, ‘‘তোমার বৈবাহিক জীবন কেমন চলছে?’’ ভিকি ঠাট্টা করে উত্তর দেন। এক জন বিবাহিত পুরুষের কষ্টযন্ত্রণা নিয়ে কথা বলেন তিনি।
advertisement
আরও পড়ুন: নবীনা-অশোকায় সকাল সকাল শাহরুখপ্রেমীদের ভিড়! কেমন লেগেছে ‘ডানকি’? জানাল ফ্যানক্লাব
আর তাতেই আঘাত পেয়েছেন অঙ্কিতা। ভিকিকে তিনি সরাসরি প্রশ্ন করেন, কেন তিনি এরকম কথা বলেছেন? ভিকি তাঁকে বলেন, ‘‘আমি কখনওই বলতে পারি না, কেমন অনুভব করছি। বিবাহিতরা, বিশেষ করে পুরুষরা এসবের মধ্য দিয়ে যায়। তারা আসলে বলতে পারে না যে তারা আসলে কী ভাবছে, কীসের মধ্য দিয়ে যায়।’’
এর উত্তরেই অঙ্কিতাকে বলেন, ‘‘তুমি যদি এত কষ্ট পাও তাহলে আমার সঙ্গে কেন আছো? চলো ডিভোর্স করেনি। আমি তোমার সঙ্গে বাড়ি ফিরে যেতে চাই না।’’ এরপর সত্যিই কি তাঁরা একসঙ্গে থাকবেন? নাকি এই সমস্ত বিবাদের জেরে রিয়্যালিটি শো-এর বাইরে রিয়েল লাইফে বিচ্ছেদের পথে হাঁটবেন?