আগামী ২৩ ডিসেম্বর হইচই-তে মুক্তি পাবে 'একেন বাবু'-র ষষ্ঠ সিজন। সিরিয়াল কিলিংয়ের রহস্য সমাধানে গোয়েন্দা একেন্দ্র সেনের সিগনেচার দেখতে অপেক্ষায় দর্শক। প্রেক্ষাপট কলকাতাতেই। 'একেন বাবু' অনির্বাণ চক্রবর্তীর কি আক্ষেপ রয়েছে এবার আর বেড়াতে যাওয়া হল না বলে?
আরও পড়ুন: গোয়া চলচ্চিত্র উৎসবে টনিক-এর বাজিমাত! উঠে দাঁড়িয়ে হাততালি সারা বিশ্বের দর্শকের
advertisement
একেন্দ্রর কথায়, ''একেবারেই আক্ষেপ নেই। আসলে আমি নিজেই ভাবছিলাম, এবার একটু নিজের শহরে ফিরে আসা উচিত। অনেক জায়গায় ঘুরেছে একেন। এবার নিজের জায়গায় রহস্য সমাধান করুক। আর সেই ইচ্ছেই এবার পূরণ হল। হোমগ্রাউন্ডে খেলার যে সুবিধা, সেগুলি এবার পুরোপুরি পেয়েছি। চেনা শহর, চেনা গলিতে আরও সাবলীল ছিলাম। আঞ্চলিক চরিত্র একেনের মধ্যেও পাওয়া যাবে। ঠিক যেমন বোলপুর, বেঙ্গালুরু, দার্জিলিংয়ের ক্ষেত্রে যেটা হয়েছে।''
আরও পড়ুন: মাকে মৃত্যুশয্যায় রেখে শ্যুটে হাসিমুখে অভিনয়! শ্রীপর্ণার লড়াই যেন আরও এক নজির
একেন বাবুর সমস্ত গল্পই নিউ ইয়র্কের প্রেক্ষাপটে লিখেছেন সুজন দাশগুপ্ত। ১৯৬৭ থেকে আমেরিকাতেই বাস লেখকের। সেগুলির চিত্রনাট্য তৈরির সময়ে পদ্মনাভ দাশগুপ্ত আমেরিকা থেকে গল্পগুলি ভারতের প্রেক্ষাপটে এনে ফেলেন। সেভাবেই এই গল্পটিও নিউইয়র্ক থেক কলকাতাতে নিয়ে আসা হয়েছে। কিন্তু গল্প প্রায় কিছুই বদলায়নি বলে জানালেন স্বয়ং 'একেন বাবু'।
'সিটি অফ জয়' বলতেই যে যে ছবি মানুষের মাথায় ভাসে, তার বাইরে গিয়ে ক্যামেরা পাতা হয়েছে এই সিজনে। ষষ্ঠ সিজনের পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের কথায়, ''কসবার কিছু অচেনা জায়গা, গড়িয়াহাটের কিছু সরু সরু গলি বা বালিগঞ্জের গলিতে শ্যুট হয়েছে। বিভিন্ন ছবি, সিরিজ, সিরিয়ালে কলকাতা মানেই ভিক্টোরিয়া মেমোরিয়াল বা ওই ধরনের চেনা ছকে বাঁধা জায়গাগুলিই বেশি দেখানো হয়, সেগুলি ইচ্ছে করেই বাদ রাখা হয়েছে এই সিরিজে।''
গত এপ্রিল মাসে প্রথম বার পূর্ণদৈর্ঘ্যের ছবি হিসেবে তৈরি হয়েছিল 'একেন বাবু'। এবার দ্বিতীয় ছবির শ্যুটিং শুরু হবে রাজস্থানে। আগামী ডিসেম্বর মাসে সিরিজের ষষ্ঠ সিজন মুুক্তি পাওয়ার আগেই ছবি হিসেবে গোয়েন্দা একেন্দ্র সেন, প্রমথ এবং বাপির নতুন অভিযান শুরু হবে। ছবির নাম ‘দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান’।