কিন্তু বিতর্কিত ছবি অ্যানিমাল-এর পরের পার্ট কবে আসবে তা নিয়ে বিরাট আগ্রহী দর্শক। বিশ্বজুড়ে রণবীরের এই ছবি ৮০০ কোটি টাকা আয় করে ফেলেছে। তার মধ্যে ভারতেই ৫০০ কোটি টাকার আয় হয়েছে। সম্প্রতি ছবির পরিচালক পরের পার্টগুলি নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন।
আরও পড়ুন: হাঁটুর হাড়ে মটমট শব্দ, উঠতে-বসতে ব্যথা? কীভাবে বাঁচবেন, জানুন চিকিৎসকের পরামর্শ
advertisement
শুধু অ্যানিমাল পার্ট ২ অ্যানিমাল পার্ক-ই নয়, এই ছবির তৃতীয় পার্টও আসবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অ্যানিমাল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানিয়েছেন, রণবীরের আরও ভয়াবহ চেহারার ঝলক অ্যানিমালেই রয়েছে। এই ছবির অনেকটা শ্যুটিংও হয়েছে। পরের ছবি হবে অ্যানিমাল পার্ক। ভলিউম ২ দেখার পর রণবীরের এমন ভয়াবহতা সহ্য হয়ে যাবে দর্শকের।
আরও পড়ুন: আলিয়ার স্বামীর সঙ্গে বিছানায় নগ্ন মেয়ে! রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন তৃপ্তির বাবা-মা?
তিনি আরও জানান, অ্যানিমাল-এর ভলিউম ২ ও ৩-এ বৃদ্ধ রণবীরকে দেখা যাবে। তাঁর মুখেই ছবির গল্প শোনানো ও দেখানো হবে। ছবিতে বড় ভূমিকা থাকবে তৃপ্তি দিমরির। তবে পরের পার্টগুলিকে ববি দেওল থাকবে কি না তা নিয়ে কিছু জানাতে চাননি পরিচালক।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
