নেটমাধ্যমে একটি ভিডিওয় দেখা যাচ্ছে, অনিল এবং টিনা হলুদ মেখে হাসিমুখে অ্যান্টিলিয়া থেকে বেরচ্ছেন। অনিলের হাতে হাত রেখে লেন্সবন্দি টিনা। পাপারাৎজির জন্য পোজও দেন তাঁরা। ক্রিশা সাধারণত স্পটলাইট থেকে দূরে থাকেন। তবে শাশুড়ির আবদারে ক্যামেরার সামনে একটি পোজ দিয়েছিলেন।
আরও পড়ুন: চার নাতি-নাতনিকে নিয়ে আদরে বুঁদ! মুকেশ এবং নীতা আম্বানির এই ভিডিও হাসি ফোটাবেই
advertisement
আরও পড়ুন: পোশাক জুড়ে সোনা আর সোয়ারভ্স্কি ক্রিস্টালের কারুকাজ! নজর কাড়লেন অনন্ত-রাধিকা
সলমন খান, রণবীর সিং, সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুর, অরি, রাহুল বৈদ্য, দিশা পারমার, উদিত নারায়ণ, এবং মানুষি চিল্লার-সহ বেশ কয়েকজন বলিউড তারকারাও গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আর কয়েক দিনের অপেক্ষা। তারপরেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অনন্ত এবং রাধিকা। ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের জমকালো বিয়ে অনুষ্ঠিত হবে। আপাতত নতুন অধ্যায় শুরুর অপেক্ষা তাঁরা।