TRENDING:

Ananya Panday: শীঘ্রই বিয়ে করছেন অনন্যা পাণ্ডে! সুখী সংসার আর সন্তান পরিকল্পনা নিয়ে অকপট স্বীকারোক্তি অভিনেত্রীর; কিন্তু পাত্রটি কে?

Last Updated:

সাম্প্রতিক এক আলাপচারিতায় আগামী পাঁচ বছরে নিজের বিয়ে এবং সন্তান পরিকল্পনার কথা খোলাখুলি ভাবে জানালেন। এমনকী নিজের পেশাগত ভবিষ্যৎ পরিকল্পনাও সামনে আনলেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বইঃ বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে একটাই গুঞ্জন যে, ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ফোর্বসের সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় আগামী পাঁচ বছরে নিজের বিয়ে এবং সন্তান পরিকল্পনার কথা খোলাখুলি ভাবে জানালেন। এমনকী নিজের পেশাগত ভবিষ্যৎ পরিকল্পনাও সামনে আনলেন।
অনন‍্যা পাণ্ডে-ওয়াকার ব্ল্যাঙ্কো
অনন‍্যা পাণ্ডে-ওয়াকার ব্ল্যাঙ্কো
advertisement

অনন্যার কথায়, “ব্যক্তিগত ভাবে এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চাই। একটা সুখী আর থিতু সংসার হবে, সন্তান পরিকল্পনা চলবে। আর প্রচুর পোষ্য কুকুর থাকবে।” অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। অনেকে আবার প্রশ্ন করছেন যে, ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে ডেটিংয়ের তত্ত্ব তাহলে কি জোরালো হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ ব্লাডপ্রেশারের যম! এই ‘কালো’ ফলেই বাজিমাত! হু হু করে কমবে উচ্চ রক্তচাপের সমস্যা

যদিও জোর জল্পনা চলছে যে, অনন্যা আর ওয়াকারের মধ্যে কিছু তো চলছেই। আর অভিনেত্রীর এই পরিকল্পনা জানার পরে এই গুজবে কিছু তো সত্যতা রয়েছে বলে দাবি করছেন তাঁরা। এর আগে ওয়াকার নিজেই অনন্যার সঙ্গে প্রেমের ইঙ্গিত দিয়েছিলেন। আসলে অনন্যার জন্মদিনে ইনস্টাগ্রামে একটি মিষ্টি শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন ওয়াকার। অভিনেত্রীর একটি সুন্দর ছবি পোস্ট করেছিলেন তিনি। দেখা যাচ্ছে, ওয়াকারের মাথায় নিজের মাথা এলিয়ে রেখেছেন অনন্যা। অভিনেত্রীর মুখে রয়েছে মিষ্টি হাসি। ওয়াকার লিখেছিলেন, “শুভ জন্মদিন সুন্দরী। তুমি স্পেশাল। আমি তোমাকে ভালবাসি অ্যানি!”

advertisement

এই পোস্ট সঙ্গে সঙ্গে ভক্তদের নজর কেড়ে নিয়েছিল। জনসমক্ষে নিজেদের সম্পর্কের এহেন স্বীকারোক্তিতে আনন্দে ফেটে পড়েন ভক্তরা। এমনকী অনন্যার জন্মদিনে মধ্যরাতের উদযাপনে দেখা মিলেছিল অভিনেত্রীর বহুল-চর্চিত প্রেমিকের। অনেক সময় তো আবার অনন্যার দুর্ধর্ষ কৃতিত্ব এবং কাজ সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে শেয়ারও করতে দেখা যায় ওয়াকারকে।

গত বছরের অগাস্ট মাসে বম্বে টাইমস-এর একটি প্রতিবেদন থেকে অনন্যা-ওয়াকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। শোনা যায় যে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উদযাপনের সময়তেই আলাপ হয়েছিল অনন্যা আর ওয়াকারের। সেখানে নিজের সঙ্গী হিসেবে পরিচয় দিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

advertisement

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ওয়াকার ব্ল্যাঙ্কো শিকাগোর এক প্রাক্তন মডেল। ওয়েস্টমিনস্টার ক্রিস্চান স্কুলে পড়াশোনা করেছেন তিনি। আপাতত অনন্ত আম্বানির গুজরাতের জামনগরের পশু আশ্রয়স্থল বনতারায় কাজ করেন তিনি। প্রাণীদের প্রতি তাঁর প্রেম অগাধ। এমনটাই জানা যায় তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

আরও পড়ুনঃ সিরিয়াল বন্ধ হতেই ঋণে জর্জরিত! পথেই কাটাতে হয় বহু রাত! রিকশাচালকের থেকে খাবারও নেন নায়িকা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নিজের কেরিয়ার সম্পর্কে অনন্যা বলেন যে, “নিজেকে সাফল্যের চূড়ায় দেখতে চাই আমি। সব সময় প্রতিযোগিতা তো থাকবেই। কিন্তু এখন আমি আমার কাজে মনোনিবেশ করতে চাই। আর আরও ভাল কাজ করতে চাই।” প্রসঙ্গত অনন্যা পাণ্ডেকে দেখা যাবে ‘কল মি বি ২’ এবং ‘চাঁদ মেরা দিল’ ছবিতে। এছাড়া জালিয়ানওয়ালাবাগ নিয়ে তৈরি ছবিতেও অভিনয় করবেন অভিনেত্রী। ওই ছবিতে অক্ষয় কুমার এবং আর মাধবনের সঙ্গে দেখা যাবে তাঁকে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Panday: শীঘ্রই বিয়ে করছেন অনন্যা পাণ্ডে! সুখী সংসার আর সন্তান পরিকল্পনা নিয়ে অকপট স্বীকারোক্তি অভিনেত্রীর; কিন্তু পাত্রটি কে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল