জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ইংরেজিতে একটি পোস্ট দিয়েছেন। যার সারমর্ম, 'বুঝতে পারছি না। 'নাটু নাটু'কে নিয়ে কি গর্বিত হওয়া উচিত? আমরা কোন দিকে এগচ্ছি? সবাই চুপ করে আছে কেন? আমাদের কাছে কি এর থেকে ভাল কোনও গান ছিল না?' এ ভাবেই নিজের অসন্তোষের কথা ফেসবুকের দেওয়ালে উগরে দিয়েছেন অনন্যা।
advertisement
আরও পড়ুন: অস্কারের মঞ্চে ভারতীয় তারকাদের চাঁদের হাট, রইল ছবি
আরও পড়ুন: অস্কার মঞ্চে তুফান তুলল নাটু নাটু, নাচ শেষে দাঁড়িয়ে অভিবাদন ও কুর্নিশ জানাল পুরো প্রেক্ষাগৃহ
অনন্য়ার কথাকে সমর্থন জানিয়ে অনেকেই তাঁর পোস্টে মন্তব্য় করেছেন। উঠে এসেছে বাংলার ছেলে শৌনক সেনের অস্কার না পাওয়ার প্রসঙ্গও। নেটিজেনদের একাংশ আবার অনন্যার মতের বিরোধিতাও করেছেন।
গত বছর মার্চে মুক্তি পেয়েছিল 'আরআরআর'। বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছিল ছবিটি। একই সঙ্গে 'নাটু নাটু'-তে বুঁদ হয়েছিল আসমুদ্রহিমাচল। সেরা মৌলিক গানের শিরোপা নিতে মঞ্চে উঠে নাটু নাটুর শ্রষ্ঠা কীরাবাণী ধন্যবাদ জানান অ্যাকাডেমিকে। তিনি বলেন, "আমার শুধু একটাই ইচ্ছে.. আরআরআর প্রতিটি ভারতীয়র গর্ব হোক এবং আমি যেন বিশ্বের শীর্ষদের তালিকায় থাকতে পারি৷"