TRENDING:

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding festivities: অনন্ত-রাধিকার বিশেষ দিনে সকলের চোখ শাহরুখের দিকেই! ডোয়েন ব্র্যাভোর সঙ্গে বাদশার ছবি ভাইরাল

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding festivities: বাদশার লম্বা চুল ব্যাক ব্রাশ করে আঁচড়ানো। পরনে মসৃণ কালো স্যুট। গলায় হিরের নেকপিস। মুখে সেই মনভোলানো হাসি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর, গুজরাত: তিনি বাদশা। যেখানে যান সমস্ত লাইমলাইট ঘুরে যায় তাঁর দিকে। তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হয় অনুষ্ঠান। অনন্ত-রাধিকার প্রাক বিবাহ বাসরেও তার অন্যথা হল না। হ্যাঁ, শাহরুখ খানের কথাই হচ্ছে। জামনগরের অনুষ্ঠানস্থলে বলিউডের কিং খান পা রাখামাত্রই সব নজর ঘুরে গেল তাঁর দিকে।
ডোয়েন ব্র্যাভোর সঙ্গে শাহরুখ খান
ডোয়েন ব্র্যাভোর সঙ্গে শাহরুখ খান
advertisement

শাহরুখের একটি ছবি পোস্ট করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো। বাদশার লম্বা চুল ব্যাক ব্রাশ করে আঁচড়ানো। পরনে মসৃণ কালো স্যুট। গলায় হিরের নেকপিস। মুখে সেই মনভোলানো হাসি। ডোয়েন ব্র্যাভোর সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে শাহরুখ। এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে আমোদপ্রমোদের কমতি নেই। অতিথিদের মনোরঞ্জনের নিখুঁত ব্যবস্থা করেছে আম্বানি পরিবার। দেশি-বিদেশি শিল্পপতিরা তো বটেই, অনুষ্ঠানস্থল আলো করে রেখেছেন বলিউড থেকে ক্রিকেট জগতের তারকারাও। সেখানে শাহরুখের উপস্থিতিই অন্য মাত্রা যোগ করেছে। শাহরুখ শুধু বলিউড বা ভারতের নন, গোটা বিশ্বের ফ্যাশন আইকন। তাঁর গ্ল্যামার কখনও ফিকে হয় না।

advertisement

আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিশেষ দিনে ইশা যেন রাজকন্যা! আম্বানি-কন্যার রাজকীয় ৩ডি গাউনে ফুলের মেলা

শাহরুখের সঙ্গে ছবি পোস্ট করে সুন্দর ক্যাপশন দিয়েছেন ডোয়েন ব্র্যাভো। লিখেছেন, ‘বিয়ের ভাইবস! বিগ বয়েজদের সঙ্গে চিলিং’! এরপর @iamsrk @ranveersingh হ্যাশট্যাগ দিয়ে যোগ করেছেন, ‘বলিউড মিশে গেল ক্রিকেটে। বলিউডের গ্ল্যামার আর ক্রিকেটীয় দক্ষতার সংমিশ্রণ’। ব্র্যাভোর এই ইনস্টাগ্রাম পোস্ট মুহূর্তে ভাইরাল। দুই ‘চ্যাম্পিয়ান’কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। ক্যাপ্টেন কুল এমএস ধোনির সঙ্গে ব্র্যাভোর সাক্ষাতের কথাও তুলেছেন অনেকে। সাদা পোশাকে রণবীর সিংয়ের লুক ইভেন্টের আবেদনকে আর বাড়িয়ে তুলেছে বলেও অনেকের মত।

advertisement

তিন দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনকে ‘ইভনিং ইন এভারল্যান্ড’ নাম দেওয়া হয়েছে। এই দিনের ড্রেস কোড হল ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের ড্রেস কোড ‘জঙ্গল ফিভার’। অন্তিম দিনে দুটি ইভেন্ট। প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’, ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’। জামনগরের সবুজ পরিবেশের সঙ্গে মানানসই। দ্বিতীয় ইভেন্ট ‘হস্তাক্ষর’। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সাজবেন অতিথিরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে ফ্যাশনের নিত্যনতুন চমক দেখা যাবে বলে মনে করছেন অনেকেই। আর সামনে থেকে সেই ফ্যাশন ব্রিগেডের নেতৃত্ব দেবেন শাহরুখ খান। এদিনের ছবি তো সেই ইঙ্গিতই দিচ্ছে!

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding festivities: অনন্ত-রাধিকার বিশেষ দিনে সকলের চোখ শাহরুখের দিকেই! ডোয়েন ব্র্যাভোর সঙ্গে বাদশার ছবি ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল