Anant Ambani-Radhika Merchant Pre-Wedding Festivities: অনন্ত-রাধিকার বিশেষ দিনে ইশা যেন রাজকন্যা! আম্বানি-কন্যার রাজকীয় ৩ডি গাউনে ফুলের মেলা

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Pre-Wedding Festivities: স্যোয়ারভস্কি ক্রিস্টালের রাজকীয় পিকক এমব্রয়ডারি। আর অপূর্ব দেখতে এই স্প্রিং-সামার ২০২৪ গাউনের সঙ্গে ইশা বেছে নিয়েছিলেন ফুলের পাপড়ির মতো স্কাল্পচারাল শাল।

অনন্ত-রাধিকার বিশেষ দিনে ইশা যেন রাজকন্যা! নজর কাড়ল আম্বানি-কন্যার ৩ডি গাউন
অনন্ত-রাধিকার বিশেষ দিনে ইশা যেন রাজকন্যা! নজর কাড়ল আম্বানি-কন্যার ৩ডি গাউন
জামনগর, গুজরাত: ফ্যাশন এবং রুচির প্রসঙ্গ উঠলে স্বীকার করে নিতেই হয় যে, সৌন্দর্য এবং বহুমুখী প্রতিভার প্রতিমূর্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির একমাত্র কন্যা ইশা আম্বানি। ছোট ভাই অনন্ত আম্বানি এবং তাঁর হবু বউ রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ বাসরের প্রথম দিনে সকলের নজর কেড়ে নিয়েছিলেন ইশা। একটি অসাধারণ ৩ডি এমব্রয়ডারি কাজ করা গাউনে যেন স্বপ্নের রাজকুমারী হয়ে উঠেছিলেন মুকেশ-নীতার কন্যাটি! তাঁর অপূর্ব দেখতে গাউনটি ডিজাইন করেছেন মিস সোহি।
রাজকীয়তা এবং নান্দনিকতার মিশেল ইশা আম্বানির এই দুর্দান্ত গাউনটি। কর্সেট করা ওই ফিগার-হাগিং গাউনটিতে ফুটে উঠেছিল ৩ডি বা ত্রিমাত্রিক চেরি এবং ম্যাগনোলিয়া ফুলের শাখা। সেই সঙ্গে রয়েছে স্যোয়ারভস্কি ক্রিস্টালের রাজকীয় পিকক এমব্রয়ডারি। আর অপূর্ব দেখতে এই স্প্রিং-সামার ২০২৪ গাউনের সঙ্গে ইশা বেছে নিয়েছিলেন ফুলের পাপড়ির মতো স্কাল্পচারাল শাল। যেটা তাঁর পোশাকে একটা আলাদাই মাত্রা এনে দিয়েছে।
advertisement
advertisement
advertisement
এই অপূর্ব রাজকীয় গাউন পরে ইশা একটি ফ্লোরাল ব্যাকড্রপের সামনে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। সেই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেলিব্রিটি স্টাইলিস্ট অনাইতা শ্রফ আদজানিয়া। আসলে ইশার স্টাইলিং করেছেন তিনিই। পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে ইশার মেক-আপেও ফুটে উঠেছে গোলাপি আভা। আর তাঁর সুন্দর ছিমছাম সাজ এবং কেশসজ্জার দায়িত্বে ছিলেন যথাক্রমে তানভি চেম্বুরকর এবং ইয়ান্নি সাপাতোরি। আর ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিটি দেখে মনে হচ্ছে যেন রূপকথার কোনও ছবির বইয়ের পৃষ্ঠা থেকে উঠে এসেছেন মুকেশ-কন্যা!
advertisement
জামনগরে রিলায়েন্স গ্রিনস কমপ্লেক্সে আয়োজন করা হয়েছে রাধিকা-অনন্তের প্রাক-বিবাহ উৎসব। সেখানে যোগ দিয়েছেন প্রায় ২০০০ অতিথি। এঁদের মধ্যে রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ইভাঙ্কা ট্রাম্প বলিউডের সুপারস্টার শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, কিয়ারা আডবানি, সিদ্ধার্থ মালহোত্রা, সাইনা নেহওয়াল, শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, আদিত্য রয় কাপুর, হার্দিক পাণ্ডে, সচিন তেন্ডুলকর, এমএস ধোনি, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, সইফ আলি খান, করিনা কাপুর খান, নীতু কাপুর এবং মাধুরী দীক্ষিত-সহ আরও অনেক তারকা।
advertisement
প্রথম দিনের নির্ধারিত অনুষ্ঠানসূচি অনুযায়ী, মঞ্চ মাতিয়েছেন পপতারকা রিহানা। এটা মূলত প্রথম সন্ধ্যার মূল আকর্ষণ ছিল। সেই সঙ্গে ছিল সির্ক ডি সোলেই-এর পারফরম্যান্স, বনতারা শো আর ম্যাজিক্যাল ড্রোন শো-ও। আর দুর্দান্ত ডিনার এবং আফটার পার্টি দিয়ে সমাপ্ত হয়েছে প্রথম দিনের অনুষ্ঠান।
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant Pre-Wedding Festivities: অনন্ত-রাধিকার বিশেষ দিনে ইশা যেন রাজকন্যা! আম্বানি-কন্যার রাজকীয় ৩ডি গাউনে ফুলের মেলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement