TRENDING:

Amitabh Bachchan Bodyguard: আচমকাই অমিতাভ বচ্চনের দেহরক্ষী, মুম্বই পুলিশ জিতেন্দ্র শিন্ডে সাসপেন্ড! কিন্তু কেন?

Last Updated:

এছাড়াও জিতেন্দ্র শিন্ডে নিজের স্ত্রীর নামে নিরাপত্তারক্ষীদের এজেন্সি খুলেছিলেন, যেখানে বচ্চন পরিবারকে (Amitabh Bachchan Bodyguard) নিরাপত্তার কাজ নিয়েছিলেন নিজে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তিনি মুম্বই পুলিশের কনস্টেবল। দীর্ঘদিন অমিতাভ বচ্চনের ব্যক্তিগত দেহরক্ষী হিেসবে কাজ করেছেন (Amitabh Bachchan Bodyguard)। ২০২১ সালের অগস্ট পর্যন্ত বিগ-বির নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন জিতেন্দ্র শিন্ডে। সেই পুলিশকর্মীকেই আমচমকা সাসপেন্ড করা হল (Amitabh Bachchan Bodyguard)। তাঁর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বুধবার মুম্বই পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে। কিন্তু কী কারণে সাসপেন্ড করা হল জিতেন্দ্র শিন্ডেকে?
Amitabh Bachchan Bodyguard
Amitabh Bachchan Bodyguard
advertisement

মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে জিতেন্দ্র শিন্ডেকে সাসপেন্ড করেছে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। এর আগে মুম্বই পুিলশের নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন তিনি। ২০১৫ সাল থেকে ২০২১-এর অগস্ট পর্যন্ত অমিতাভ বচ্চনের দেহরক্ষী হিসেবেও দায়িত্ব সামলেনেছেন তিনি। এর পর জিতেন্দ্র শিন্ডের বিরুদ্ধে বার্ষিক দেড় কোটি টাকা রোজগারের অভিযোগ ওঠে। এবং মুম্বই পুলিশের কমিশনার হেমন্ত নাগরালে তাঁকে সাসপেন্ড করেছিলেন।

advertisement

আরও পড়ুন: বলিউডে পা রাখলেন শাহরুখ-কন্যা সুহানা খান! লাল শিফন শাড়িতে ছবি ভাইরাল, দেখুন

অগস্টের পর মুম্বইয়ের ডিবি মার পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন জিতেন্দ্র শিন্ডে। কী কারণে তাঁকে সাসপেন্ড করা হয়েছে? মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে জিতেন্দ্র শিন্ডে প্রায় চার বার দুবাই ও সিঙ্গাপুরে গিয়েছিলেন বলে অভিযোগ। নিয়ম অনুযায়ী, বিদেশে যাওয়ার আগে সিনিয়রদের কাছ থেকে অনুমতি নিতে হয় পুলিশকে। তা তিনি মান্য করেননি।

advertisement

আরও পড়ুন: মৃত্যুর দু'দিন আগে নিজের কথাই কি বলেছিলেন? বাপ্পি লাহিড়ির শেষ পোস্ট নিয়ে তুমুল চর্চা!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এছাড়াও জিতেন্দ্র শিন্ডে নিজের স্ত্রীর নামে নিরাপত্তারক্ষীদের এজেন্সি খুলেছিলেন, যেখানে বচ্চন পরিবারকে (Amitabh Bachchan Bodyguard) নিরাপত্তার কাজ নিয়েছিলেন নিজে। তবে তাঁর বেতন স্ত্রীর নামে যে সংস্থা রয়েছে তাঁর অ্যাকাউন্টে না গিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা নিতেন শিন্ডে। এছাড়াও বহু দামি সম্পত্তি কিনেছিলেন শিন্ডে, যার কোনও খবর পুলিশকে তিনি দেননি। অমিতাভ বচ্চন এক্স ক্যাটাগরির নিরাপত্তা পান, সেখানে দুই শিফটে চার জন পুলিশ কনস্টেবলের থাকার কথা। সেখানেই কাজ করতেন জিতেন্দ্র শিন্ডে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan Bodyguard: আচমকাই অমিতাভ বচ্চনের দেহরক্ষী, মুম্বই পুলিশ জিতেন্দ্র শিন্ডে সাসপেন্ড! কিন্তু কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল