জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হৃদরোগে আক্রান্ত হন কমেডিয়ান। পাঁচ দিন হয়ে গেল, এখনও তিনি হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, খুব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যদিও সম্পূর্ণ বিপদ মুক্ত নন কমেডিয়ান। প্রাথমিক ভাবে সিপিআর দিয়ে তাঁকে সুস্থ করা হয়। কিন্তু রাতের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার রাতে জানা গিয়েছে, রাজুর ব্রেন ড্যামেজ হয়েছিল হার্ট অ্যাটাকের সময়েই। মস্তিষ্কের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসক অনন্য গুপ্ত জানিয়েছেন, অভিনেতার হৃদযন্ত্রের মূল ধমনীতেই একশো শতাংশ ব্লক পাওয়া গিয়েছে৷ ধমনীকে সচল করতে সেখানে স্টেন্ট বসানো হয়েছে৷
advertisement
আরও পড়ুন: অতিরিক্ত শরীরচর্চাই হার্ট অ্যাটাকের কারণ? সিদ্ধার্থের পর একই প্রশ্ন রাজুকে নিয়েও
এমনই সময়ে অচেতন রাজুর কানে কাছে বাজানো হচ্ছে অমিতাভ বচ্চনের রেকর্ডিং। যেখানে বর্ষীয়ান অভিনেতা বলছেন, ''যথেষ্ট হয়েছে! এ বার ওঠো রাজু, আমাদের হাসতে শেখাও। যা তুমি চিরকাল করে এসেছ।'' চিকিৎসকদের পরামর্শ, ভালবাসার মানুষের গলার আওয়াজ মস্তিষ্কে পৌঁছলে অনেক সময়ে রোগী জেগে ওঠেন। তাই রাজুর পরিবার তাঁর পছন্দের অভিনেতা অমিতাভ বচ্চনকে অনুরোধ জানানোর পর তিনি নিজের গলা রেকর্ড করে পাঠান। তাঁকে তাড়াতাড়ি সুস্থ হওয়ার আর্জি জানান।
আরও পড়ুন: হার্ট অ্যাটাকের পর ব্রেন ড্যামেজ রাজু শ্রীবাস্তবের, এখনও ভেন্টিলেশনে কমেডিয়ান
রাজুর পরিবার এখনও পর্যন্ত অমিতাভের সে রেকর্ডিং জনসমক্ষে প্রকাশ করেননি। চিকিৎসকরা সেই রেকর্ডিং শোনাচ্ছেন রাজুকে। তাঁর জেগে ওঠার আশায়।