TRENDING:

Amitabh Bachchan: বিশ্বকাপ মিস ভারতীয় দলের, খেলা দেখে কী বললেন অমিতাভ? ভাইরাল পোস্ট

Last Updated:

অধরাই থেকে গেল ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ের স্বপ্ন। দেশের মাটিতে হল না স্বপ্নপূরণ। অস্ট্রেলিয়ার সাফল্যের কাছে হার মানল টিম ইন্ডিয়া। ভারতের লড়াইকে কুর্নিশ জানালেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চনও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অধরাই থেকে গেল ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ের স্বপ্ন। দেশের মাটিতে হল না স্বপ্নপূরণ। অস্ট্রেলিয়ার সাফল্যের কাছে হার মানল টিম ইন্ডিয়া। মন খারাপ গোটা দেশের। তবে লড়াই এখানে শেষ নয়। সামনের বিশ্বকাপের জন্য বুক বাঁধছে গোটা দেশ। খেলায় হারলেও টিমের পাশে দেশবাসি-সহ দেশের সব তাবড় তাবড় তারকারাও। ভারতের লড়াইকে কুর্নিশ জানালেন বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চনও।
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন
advertisement

অস্ট্রেলিয়া ম্যাচ জেতার পর অমিতাভ তাঁর সোশ্যাল মিডিয়ায় ‘মেন ইন ব্লু’দের প্রশংসা করেন। টিম ইন্ডিয়া এই হারে যেনও ভেঙে না পড়ে, তিনি টিমের পাশে আছেন, সেই বার্তাই তিনি দিয়েছেন। তিনি এক্স-এ (পূর্বতন ট্যুইটার) লেখেন, ‘টিম ইন্ডিয়া, কাল রাতের ফলাফল কিন্তু আপনাদের প্রতিভা ও ক্ষমতার মানদন্ড নয়, আপনাদের জন্য গর্বিত, আগামীতে নিশ্চয়ই সব ভাল হবে, এগিয়ে যান।’

advertisement

advertisement

আরও পড়ুন: চোখ ধাঁধানো সাজ, নিকারাগুয়ার শেনিসের মাথায় বিজয় মুকুট! রইল জয়ের মুহূর্তের ভিডিও

প্রসঙ্গত, পরাজয়েও ভারতীয় ক্রিকেট দলের পাশে শাহরুখ খান। বিশ্বকাপ অধরা হলেও রোহিত শর্মার বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন বাদশা। সোশ্যাল মিডিয়া এক্স-এ (পূর্বতন ট্যুইটার) পোস্ট করেছেন তাঁর মন ছুঁয়ে যাওয়া বার্তা। শাহরুখ লিখেছেন ‘‘সারা প্রতিযোগিতায় ভারত যেভাবে খেলেছে সেটা অত্যন্ত সম্মানজনক। যথেষ্ট খেলোয়াড়ি মানসিকতা ও একাগ্রতার পরিচয় রেখেছে টিম ইন্ডিয়া।’’

advertisement

আরও পড়ুন: ২য় বার মা হওয়ার আগেই অকপট স্বীকারোক্তি! রাজকে এ কী জানিয়ে দিলেন অন্তঃসত্ত্বা শুভশ্রী

কাজলও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে টিম ইন্ডিয়ার একটি ছবি লিখেছেন, ‘হারকার জিতনে ওয়ালে কো বাজিগর কেহেতে হ্যায়। ভাল খেলেছে টিম ইন্ডিয়া। অভিনন্দন অস্ট্রেলিয়াকে আরেকটি বিশ্বকাপের জন্য।’

পাশাপাশি করিনা কাপুরও টিম ইন্ডিয়ার ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শুধু ভালোবাসা আর সম্মান। টিম ইন্ডিয়া এই কঠিন যুদ্ধ খুব ভাল খেলেছে।”

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

অন্যদিকে ভিকি কৌশল লিখেছেন, “এখনও সেরা দল। এই CWC-তে টিম ইন্ডিয়া যে দক্ষতা এবং চরিত্র, দৃঢ়তা দেখিয়েছে তা অসাধারণ। আপনাদের জন্য আমি গর্বিত!”

বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan: বিশ্বকাপ মিস ভারতীয় দলের, খেলা দেখে কী বললেন অমিতাভ? ভাইরাল পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল