সময়ের গুরুত্ব তাঁর কাছে অপরিসীম, তার প্রমাণ বারংবার দিয়েছেন বিগ বি। ইভেন্ট হোক বা সিনেমার শ্যুটিং সর্বত্রই তিনি পৌঁছন যথা সময়ে। দেরি করে যাওয়া, একপ্রকার তার স্বভাববিরুদ্ধ। দেরি করা একেবারেই পছ্ন্দ করেন না বিগ বি।
advertisement
অন্যদিকে মুম্বইয়ে ট্রাফিকের কথা কম বেশি সকলেরই জানা। প্রায়শই অনেক তারকা থেকে সাধারণ মানুষ অনেক সময়ই মুম্বইয়ের ট্রাফিকে আটকে পরেন ট্র্যাফিক জ্যামে। কখনও কখনও ঘণ্টার পর ঘণ্টাও কেটে যায় ট্রাফিকে। এবার সেই জটিল ট্রাফিকে আটকে পড়লেন স্বয়ং বিগ বি। তারপর কী করলেন?
ট্রাফিকে বেশ অনেকক্ষণই আটকে পড়েন বিগ বি। তিনি বুঝতেই পারেন যে শ্যুটিং লোকেশনে পৌঁছতে দেরি হয়ে যাবে তাঁর। এরপর আর দ্বিতীয়বার ভাবেননি তিনি। গাড়ি থেকে নেমেই সাহায্য নেন রাস্তায় তাঁর এক ফ্যানের কাছে। তাঁর বাইকের পিছনের সিটে চেপেই যথা সময়ে সেটে পৌঁছন অমিতাভ।
নিজেই সেই ছবি পোস্ট করেছেন বিগ বি। ছবিতে দেখা যাচ্ছে অমিতাভের পরনে কালো টিশার্ট ও কালো ট্রাউজার। টিশার্টের উপর বাদামি রঙের ব্লেজার পরনে। চোখে চশমা। এবং তাঁর ফ্যানের পরনে হলুদ টিশার্ট ও থ্রি কোয়ার্টার জিন্স। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
ছবিটি শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘বাইক রাইডের জন্য ধন্যবাদ। আপনাকে চিনি না। কিন্তু আপনি আমায় বাধিত করেছেন। আমাকে যথা সময়ে দ্রুত লোকেশনে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। লাগাতার এই ট্রাফিক জ্যামকে এড়ানো অসম্ভব ছিল।’
এদিকে বিগ বি অনলাইনে পোস্টটি শেয়ার করার পরপরই, তার নাতনি নভ্যা নন্দা মন্তব্য বিভাগে গিয়ে একটি হাসি এবং একটি লাল হৃদয়ের ইমোজি দেন প্রতিক্রিয়ায়।
আরও পড়ুন: দিঘায় বিরাট বিপদ…! উত্তাল সমুদ্রে নামতেই সংঘাতিক কাণ্ড! এই ভিডিও দেখলে শিউরে উঠবেন
অভিনেতা রোহিত বোস অমিতাভের এই ছবিতে কমেন্ট করেন। তিনি লেখেন, ‘এই পৃথিবীর সব থেকে কুল মানুষ হলেন আপনি অমিতজি।’ সায়নী গুপ্তা লেখেন, ‘শুনেছি মিস্টার বচ্চন অত্যন্ত সময় মেনে চলেন। আজ সেটা দেখলাম। আশা করব অন্য অভিনেতারা এটা শিখবেন।’
তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিগ বি-কে হেলমেট না পরার জন্য বেশ কটাক্ষের মুখে পড়তে হয়। এক ব্যক্তি লেখেন, ‘দুজনের কেউই হেলমেট পড়েননি।’ আরেকজন লেখেন, ‘কাজে যাওয়ার এত তাড়া যে হেলমেট পড়তে পারেননি।’