হোম » ছবি » প্রযুক্তি » চলন্ত গাড়িতে হঠাৎ Brake Fail...! 'বিরাট বিপদ' এড়াতে কী করবেন তক্ষুনি?

Driving Tips: চলন্ত গাড়িতে হঠাৎ Brake Fail...! 'বিরাট বিপদ' এড়াতে কী করবেন তক্ষুনি? এই টিপসগুলি মানলেই থাকবেন নিরাপদ

  • 19

    Driving Tips: চলন্ত গাড়িতে হঠাৎ Brake Fail...! 'বিরাট বিপদ' এড়াতে কী করবেন তক্ষুনি? এই টিপসগুলি মানলেই থাকবেন নিরাপদ

    গাড়ি চালানো যেমন আনন্দের তেমনই সাবধানতার। গাড়ি চালানোর সময় প্রতিটি মুহূর্তেই তাই সচেতন থাকতে হয়। নইলে মুহূর্তের মধ্যে ঘটে যেতে পারে চরম অঘটন। অনেক সময় অনেকে আবার চলন্ত গাড়িতেই ব্রেক ফেলের সম্মুখীন হন। যার ফলে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা দেখা দেবে। কিন্তু কয়েকটি সহজ টিপস মেনে চললেই কিন্তু এড়িয়ে যাওয়া যায় বড়োসড়ো বিপদ।

    MORE
    GALLERIES

  • 29

    Driving Tips: চলন্ত গাড়িতে হঠাৎ Brake Fail...! 'বিরাট বিপদ' এড়াতে কী করবেন তক্ষুনি? এই টিপসগুলি মানলেই থাকবেন নিরাপদ

    এই ধরণের পরিস্থিতিতে ঠিক কী করণীয় সেটা অনেকেই জানেন না। যার ফলে বিপদের সম্মুখীন হন কেউ কেউ। তবে, কিছু জিনিস মাথায় রাখলেই কিন্তু এমন বিপদ এড়িয়ে চলা সম্ভব। এই প্রতিবেদনে চলুন জেনে নেওয়া যাক চলন্ত গাড়ির ব্রেক ফেল হয়ে গেলে ঠিক কী কী করা উচিত।

    MORE
    GALLERIES

  • 39

    Driving Tips: চলন্ত গাড়িতে হঠাৎ Brake Fail...! 'বিরাট বিপদ' এড়াতে কী করবেন তক্ষুনি? এই টিপসগুলি মানলেই থাকবেন নিরাপদ

    গাড়ি নিয়ন্ত্রণ করুন 'এইভাবে': চলন্ত গাড়িতে ব্রেক ফেল হয়ে গেলে সেই সময়ে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন। এই সমস্যা সমাধানের জন্য গাড়ির গতি ধীরে ধীরে কমাতে হবে। গাড়ি যদি টপ গিয়ারে থাকে তবে সেটিকে লোয়ার গিয়ারে নামিয়ে আনতে হবে।

    MORE
    GALLERIES

  • 49

    Driving Tips: চলন্ত গাড়িতে হঠাৎ Brake Fail...! 'বিরাট বিপদ' এড়াতে কী করবেন তক্ষুনি? এই টিপসগুলি মানলেই থাকবেন নিরাপদ

    একইসঙ্গে খেয়াল রাখতে হবে যাতে সরাসরি পঞ্চম থেকে প্রথম গিয়ারে না আসে গাড়ি। নাহলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি, বারবার ব্রেক প্রেস করতে থাকতে হবে। এর ফলে ব্রেকগুলি সঠিক প্রেশার পায় এবং অনেকক্ষেত্রে কিন্তু আবার কাজও শুরু করে দেয়।

    MORE
    GALLERIES

  • 59

    Driving Tips: চলন্ত গাড়িতে হঠাৎ Brake Fail...! 'বিরাট বিপদ' এড়াতে কী করবেন তক্ষুনি? এই টিপসগুলি মানলেই থাকবেন নিরাপদ

    ইমারজেন্সি লাইট এবং হর্ন: বিপদ টের পেলেই গাড়ির হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দিতে হবে। এর ফলে গাড়ির পেছনে থাকা গাড়িগুলি সতর্ক হয়ে যাবে। পাশাপাশি, হর্ন, ইন্ডিকেটর এবং হেডল্যাম্প-ডিপার দিয়ে অন্যান্য যানবাহনকে সংকেত দেওয়া যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 69

    Driving Tips: চলন্ত গাড়িতে হঠাৎ Brake Fail...! 'বিরাট বিপদ' এড়াতে কী করবেন তক্ষুনি? এই টিপসগুলি মানলেই থাকবেন নিরাপদ

    কোনও ভাবেই রিভার্স গিয়ার প্রয়োগ করবেন না: আপনাকে শুধুমাত্র ক্লাচ ব্যবহার করে এগিয়ে যেতে হবে। চলন্ত গাড়িতে রিভার্স গিয়ার প্ৰয়োগ করবেন না। এতে দুর্ঘটনা ঘটতে পারে। আপনি যদি এইভাবে গাড়ি চালান, তবে AC-ও চালু করে দিন। এতে ইঞ্জিনের ওপর চাপ বেড়ে যায় এবং গাড়ির গতি কমে আসে।

    MORE
    GALLERIES

  • 79

    Driving Tips: চলন্ত গাড়িতে হঠাৎ Brake Fail...! 'বিরাট বিপদ' এড়াতে কী করবেন তক্ষুনি? এই টিপসগুলি মানলেই থাকবেন নিরাপদ

    ব্যবহার করুন হ্যান্ডব্রেক: গিয়ার পাল্টে গাড়িটি যেই প্রথম বা দ্বিতীয় গিয়ারে গতিবেগ নেমে আসে এবং গতি প্রায় ৪০ কিমি প্রতি ঘণ্টা হয়, তখন কিন্তু সরাসরি হ্যান্ডব্রেক প্রয়োগ করে গাড়িটিকে থামানো যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 89

    Driving Tips: চলন্ত গাড়িতে হঠাৎ Brake Fail...! 'বিরাট বিপদ' এড়াতে কী করবেন তক্ষুনি? এই টিপসগুলি মানলেই থাকবেন নিরাপদ

    তবে নজর রাখবেন সেইসময় পেছন থেকে কোনও যানবাহন আসছে কি না। এদিকে, যদি আপনার গাড়ি খুব গতিশীল থাকে সেক্ষেত্রে হ্যান্ডব্রেক ব্যবহার করলে গাড়ি উল্টে যেতে পারে। তাই, হ্যান্ডব্রেক ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক হন।

    MORE
    GALLERIES

  • 99

    Driving Tips: চলন্ত গাড়িতে হঠাৎ Brake Fail...! 'বিরাট বিপদ' এড়াতে কী করবেন তক্ষুনি? এই টিপসগুলি মানলেই থাকবেন নিরাপদ

    আশেপাশে নজর রাখুন: চলন্ত গাড়িতে ব্রেক ফেল হয়ে গেলে রাস্তার আশেপাশে যদি বালি বা কাদা থাকে তাহলে গাড়িটি নিয়ন্ত্রণ করে সেদিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর ফলে গাড়ির গতি কমে আসবে এবং সেটি ধরে ধীরে নিয়ন্ত্রণে এসে বন্ধ করতে সক্ষম হবেন গাড়ি চালক।

    MORE
    GALLERIES