মুম্বই জুড়ে একাধিক বাংলো রয়েছে অমিতাভ বচ্চনের। প্রতীক্ষা হোক বা জলসা, অভিনেতার সম্পত্তির পরিমাণও বিপুল। এবার নিজের একটি বাংলো মেয়ে শ্বেতা বচ্চনকে উপহার দিলেন বিগ-বি।
আরও পড়ুন: স্ক্রিপ্ট পড়েই সোজা বাথরুমে! অ্যানিম্যাল নিয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন রণবীর
সূত্রের খবর অনুযায়ী, মেয়ে শ্বেতাকে ‘প্রতীক্ষা’ নামের বিরাট বাংলোটি উপহার দিতে চলেছেন অমিতাভ। ৮৯০.৪৭ স্কোয়ার মিটার এই ৬৭৪ স্কোয়ার মিটারের এই বাংলোটি মেয়েকে উপহার দিলেন অমিতাভ। গত ৮ নভেম্বর এই গিফ্ট ডিড সই করা হয়েছে বলেই খবর। গিফ্ট ডিডেন নথির ছবিও প্রকাশ্যে এসেছে। সঙ্গে জানা গিয়েছে, এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে।
advertisement
প্রসঙ্গত, বাংলোটি অমিতাভ এবং জয়া বচ্চন দু’জনের নামেই ছিল এই বাংলোটি। যা বর্তমানে শ্বেতাকে উপহার হিসেবে দিলেন তাঁর বাবা মা। এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি। ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের ঝামেলা নিয়ে যদিও মুখ খোলেননি পরিবারের কেউই৷