TRENDING:

Amitabh Bachchan: মেয়েকে কোটি টাকার বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দিলেন অমিতাভ-জয়া! বউমা ঐশ্বর্যর জন্মদিনে বাদ শুভেচ্ছাটুকুও

Last Updated:

শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক মোটেই ভাল নয়, এমন কানাঘুষোও শোনা যায়৷ তার মাঝেই জানা গিয়েছে নিজের নিজের একটি বাংলো মেয়ে শ্বেতা বচ্চনকে উপহার দিলেন অমিতাভ বচ্চন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বচ্চন পরিবারে ভাঙনের খবর ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷ ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, বচ্চন বাড়ি ছেড়ে বাপের বাড়িতেই মেয়েকে নিয়ে থাকছেন ঐশ্বর্য৷ শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর সম্পর্ক মোটেই ভাল নয়, এমন কানাঘুষোও শোনা যায়৷ তার মাঝেই জানা গিয়েছে নিজের নিজের একটি বাংলো মেয়ে শ্বেতা বচ্চনকে উপহার দিলেন অমিতাভ বচ্চন৷
মেয়েকে কোটি টাকার বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দিলেন অমিতাভ-জয়া! বউমা ঐশ্বর্যর জন্মদিনে বাদ শুভেচ্ছাটুকুও
মেয়েকে কোটি টাকার বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দিলেন অমিতাভ-জয়া! বউমা ঐশ্বর্যর জন্মদিনে বাদ শুভেচ্ছাটুকুও
advertisement

মুম্বই জুড়ে একাধিক বাংলো রয়েছে অমিতাভ বচ্চনের। প্রতীক্ষা হোক বা জলসা, অভিনেতার সম্পত্তির পরিমাণও বিপুল। এবার নিজের একটি বাংলো মেয়ে শ্বেতা বচ্চনকে উপহার দিলেন বিগ-বি।

আরও পড়ুন: স্ক্রিপ্ট পড়েই সোজা বাথরুমে! অ‍্যানিম‍্যাল নিয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন রণবীর

সূত্রের খবর অনুযায়ী, মেয়ে শ্বেতাকে ‘প্রতীক্ষা’ নামের বিরাট বাংলোটি উপহার দিতে চলেছেন অমিতাভ। ৮৯০.৪৭ স্কোয়ার মিটার এই ৬৭৪ স্কোয়ার মিটারের এই বাংলোটি মেয়েকে উপহার দিলেন অমিতাভ। গত ৮ নভেম্বর এই গিফ্ট ডিড সই করা হয়েছে বলেই খবর। গিফ্ট ডিডেন নথির ছবিও প্রকাশ্যে এসেছে। সঙ্গে জানা গিয়েছে, এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

প্রসঙ্গত, বাংলোটি অমিতাভ এবং জয়া বচ্চন দু’জনের নামেই ছিল এই বাংলোটি। যা বর্তমানে শ্বেতাকে উপহার হিসেবে দিলেন তাঁর বাবা মা। এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি। ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের ঝামেলা নিয়ে যদিও মুখ খোলেননি পরিবারের কেউই৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachchan: মেয়েকে কোটি টাকার বাংলো ‘প্রতীক্ষা’ উপহার দিলেন অমিতাভ-জয়া! বউমা ঐশ্বর্যর জন্মদিনে বাদ শুভেচ্ছাটুকুও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল