Ranbir Kapoor: স্ক্রিপ্ট পড়েই সোজা বাথরুমে! অ্যানিম্যাল নিয়ে অদ্ভুত অভিজ্ঞতার কথা জানালেন রণবীর
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
তবে ছবির স্ক্রিপ্ট হাতে পাওয়ার পরেই ভয়ে বাথরুমে ছুটে চলে গিয়েছিলেন রণবীর। কিন্তু কেন এত ভয় পেয়েছিলেন অভিনেতা?
কয়েকদিন পরেই মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’। রণবীর কাপুর এবং রশ্মিকা মন্দানার জুটিকে দেখার জন্য ইতিমধ্যেই মুখিয়ে আছে দর্শক। ছবির স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর এক অদ্ভুত কাণ্ড করেছিলেন রণবীর। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাত্কারে সেই বিশেষ অভিজ্ঞতার কথা বলেছেন অভিনেতা।
সন্দীপ রেড্ডি ভাংড়া পরিচালিত এই ছবিতে রণবীরকে একেবারে নতুন অবতারে দেখা যাবে। ট্রেলার থেকেই স্পষ্ট এই ছবিকে ভীষণ হিংস্রতা ফুটিয়ে তুলেছেন রণবীর। তাঁর আক্রমণাত্মক অভিনয়ের ঝলক ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকদের।
তবে ছবির স্ক্রিপ্ট হাতে পাওয়ার পরেই ভয়ে বাথরুমে ছুটে চলে গিয়েছিলেন রণবীর। কিন্তু কেন এত ভয় পেয়েছিলেন অভিনেতা? নিজেই জানিয়েছেন সেই কথা।
advertisement
advertisement
রণবীর কথায়, ‘‘ সন্দীপ স্যার যখন আমাকে ছবির গল্পটা বলেন আমার মনে আছে আমি বলেছিলাম, স্যার এক মিনিট। বলেই বাথরুমে চলে গিয়েছিলাম।’’ রণবীর আরও বলেন, ‘‘ আমি চরিত্রটা শুনে রীতিমতো ভয় পেয়েছিলাম। কারণ এমন চরিত্র আমি আগে কখনও করিনি। আমাকে কোনও পরিচালক এমন চরিত্রে ভাবেননি কখনও। তাই আমি সন্দীপ স্যারের কাছে কৃতজ্ঞ।’’
advertisement
বাথরুমে গিয়ে কী করেছিলেন রণবীর? অভিনেতা জানালেন,‘‘আমি বাথরুমের আয়নার দিকে তাকিয়ে ছিলাম। দেখছিলাম নিজের মধ্যে ওই চরিত্রটিতে খোঁজার চেষ্টা করছিলাম। কারণ উনি (পরিচালক সন্দীপ রেড্ডি) আমাকে দেখছিলেন। আমার মনে হয়েছিল আমি বোধহয় পারব না। তবে সন্দীপ স্যার আমায় প্রচণ্ড সাহায্য করেছেন।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 5:49 PM IST