John Abraham: এ কী অবস্থা জনের! আদৌ ভাল আছেন তো? অভিনেতার এক ভিডিওতেই চিন্তায় ভক্তরা

Last Updated:

সোশ‍্যাল মিডিয়ার পাতায় এক ভক্ত লিখেছেন, ‘‘জন ঠিক আছেন তো?’’ কিন্তু হঠাত্‍ জনকে দেখে এমন কেন মনে হচ্ছে ভক্তদের?

এ কী অবস্থা জনের! আদৌ ভাল আছেন তো? অভিনেতার এক ভিডিওতেই চিন্তায় ভক্তরা
এ কী অবস্থা জনের! আদৌ ভাল আছেন তো? অভিনেতার এক ভিডিওতেই চিন্তায় ভক্তরা
সুন্দর, সুঠাম চেহারার জন‍্য বলিপাড়ায় সুপরিচিত জন অ‍্যাব্রাহাম। তাঁর সিক্স প‍্যাক নিয়ে বরাবরই চর্চা বলিউডে। কিন্তু হঠাত্‍ তাঁর শরীর নিয়ে চিন্তায় কেন অনুরাগীমহল? সম্প্রতি জনের নতুন ভিডিও দেখে এমনই প্রশ্ন তুলেছেন জনের ভক্তরা।
যশ নামের এক ভক্তকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন জন। কিন্তু এই পোস্টে জনকে দেখেই চিন্তায় পড়েছেন জনের ভক্তরা। সোশ‍্যাল মিডিয়ার পাতায় এক ভক্ত লিখেছেন, ‘‘জন ঠিক আছেন তো?’’ কিন্তু হঠাত্‍ জনকে দেখে এমন কেন মনে হচ্ছে ভক্তদের?
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Yash Jadhav (@theyashjohn)

advertisement
আসলে চিন্তার কারণ হয়েছে জনের চেহারা। ভিডিওতে ৫০ বর্ষীয় জনের মুখে দেখা দিয়েছে বলিরেখা। আর সুঠাম চেহারার জনের মুখে বলিরেখা দেখেই চিন্তায় পড়েছেন অনুরাগীরা। তবে চিন্তার যে কিছুই নেই, তাও আশ্বস্ত করেছেন অ‍ন‍্য অনুরাগীরা।
এক ব‍্যক্তি সোশ‍্যাল মিডিয়ায় লিখেছেন,‘‘উনি(জন) একদম ঠিক আছেন। শুধু উনার মুখে বলিরেখা দেখা দিয়েছে। হয়তো এটা অতিরিক্ত ওয়ার্কের ফল। তাছাড়া উনি মেকআপ করে নেই। বয়সজনিত কারণেও স্বাভাবিক ভাবে দেখা দিতে পারে।’’ তবে জন যে একেবারে শারীরিক দিক থেকে সুস্থ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
John Abraham: এ কী অবস্থা জনের! আদৌ ভাল আছেন তো? অভিনেতার এক ভিডিওতেই চিন্তায় ভক্তরা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement