John Abraham: এ কী অবস্থা জনের! আদৌ ভাল আছেন তো? অভিনেতার এক ভিডিওতেই চিন্তায় ভক্তরা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সোশ্যাল মিডিয়ার পাতায় এক ভক্ত লিখেছেন, ‘‘জন ঠিক আছেন তো?’’ কিন্তু হঠাত্ জনকে দেখে এমন কেন মনে হচ্ছে ভক্তদের?
সুন্দর, সুঠাম চেহারার জন্য বলিপাড়ায় সুপরিচিত জন অ্যাব্রাহাম। তাঁর সিক্স প্যাক নিয়ে বরাবরই চর্চা বলিউডে। কিন্তু হঠাত্ তাঁর শরীর নিয়ে চিন্তায় কেন অনুরাগীমহল? সম্প্রতি জনের নতুন ভিডিও দেখে এমনই প্রশ্ন তুলেছেন জনের ভক্তরা।
যশ নামের এক ভক্তকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন জন। কিন্তু এই পোস্টে জনকে দেখেই চিন্তায় পড়েছেন জনের ভক্তরা। সোশ্যাল মিডিয়ার পাতায় এক ভক্ত লিখেছেন, ‘‘জন ঠিক আছেন তো?’’ কিন্তু হঠাত্ জনকে দেখে এমন কেন মনে হচ্ছে ভক্তদের?
advertisement
advertisement
advertisement
আসলে চিন্তার কারণ হয়েছে জনের চেহারা। ভিডিওতে ৫০ বর্ষীয় জনের মুখে দেখা দিয়েছে বলিরেখা। আর সুঠাম চেহারার জনের মুখে বলিরেখা দেখেই চিন্তায় পড়েছেন অনুরাগীরা। তবে চিন্তার যে কিছুই নেই, তাও আশ্বস্ত করেছেন অন্য অনুরাগীরা।
এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,‘‘উনি(জন) একদম ঠিক আছেন। শুধু উনার মুখে বলিরেখা দেখা দিয়েছে। হয়তো এটা অতিরিক্ত ওয়ার্কের ফল। তাছাড়া উনি মেকআপ করে নেই। বয়সজনিত কারণেও স্বাভাবিক ভাবে দেখা দিতে পারে।’’ তবে জন যে একেবারে শারীরিক দিক থেকে সুস্থ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 3:19 PM IST