এখনও ওষুধ খেতে হয় ইরাকে৷ এমনটাই সাম্প্রতিকতম সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি৷ ‘‘প্রতি ৮-১০ মাসে আমার একটি বড় ক্র্যাশ হয়৷ এটা কিছুটা জিনগত, কিছুটা মনস্তাত্ত্বিক আর খানিকটা সামাজিক৷ এই ব্যাপারটা বুঝতে আমার কিছুটা সময় লেগেছে৷ কিন্তু আমার পরিবারে মানসিক স্বাস্থ্যের সমস্যা আছে’’, এমনটাই জানিয়েছেন ইরা৷
আরও পড়ুন: দীপিকার মতো সুন্দরী হতে চান? সকাল শুরু করুন এভাবে
advertisement
বেশ কয়েকবছর আগে ২০১০ সালে মানসিক স্বাস্থ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় লেখা পোস্ট করেন ইরা খান৷ সঙ্গে ছিল একটি ভিডিও৷ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড মেন্টাল হেল্থ ডে-র দিন নিজের মন খারাপের ঝাঁপি উপুড় করেছিলেন আমির কন্যা৷
আরও পড়ুন: সিগারেট হাতে নিয়েই সঞ্চালনা করছেন সলমন! নেটমাধ্যমে ছবি ভাইরাল হতেই তুমুল সমালোচনা
ইরা বলেছিলেন, ‘‘অনেক কিছু চলছে, অনেকের অনেক কিছু বলার আছে৷ কিছু জিনিস সত্যিই বিভ্রান্তিকর এবং মনের চাপ বাড়ায়৷…।’’ পাশাপাশি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার এই যাত্রায় তাঁ সঙ্গী হতেও অনুরোধ করেন সবাইকে৷ ‘ইরার কথায়, ‘মানসিক স্বাস্থ্য এবং মানসিক অসুস্থতা সম্পর্কে কথা বলতে তাই এই যাত্রায় আমার সঙ্গে আসুন…।’’
