TRENDING:

Parineeti Chopra: অনামিকায় জ্বলজ্বল করছে আংটি! তবে কি গোপনে রাঘবের সঙ্গে বাগদান সেরে ফেললেন পরিণীতি

Last Updated:

Parineeti Chopra: অনামিকায় জ্বলজ্বল করছে আংটি৷ যা দেখা মাত্রই নেটিজেনরা ধরে নিয়েছেন রাঘবের সঙ্গে চুপিচুপি বাগদানটা সেরে ফেলেছেন পরিণীতি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডের অন্দর হোক বা সোশ্যাল মিডিয়ায় পরিনীতি চোপড়া এখন নেটদুনিয়ার হটকেক। আর হবে নাই বা কেন দেশের সর্বকনিষ্ঠ সাংসদ হ্যান্ডসাম হাঙ্ক রাঘব চাড্ডার প্রেমে যে পড়েছেন নায়িকা। বলিপাড়ার অন্দরে কান পাতলেই আপ নেতা রাঘব ও পরিণীতির প্রেমের জল্পনা শোনা যাচ্ছে। কয়েকদিন আগেই পরিণীতির জন্য মুম্বই এসেছিলেন রাঘব। তারপর আবার রাঘবের দিল্লির বাড়িতেও নাকি গিয়েছিলেন নায়িকা। বিয়ের তোড়জোড় শুরু হয়েছে তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। বিয়ে নিয়ে পরিণীতি ও রাঘব মুখ না খুললেই ইঙ্গিতে তেমনটাই মনে করছেন নেটিজেনরা৷
কেউ কেউ আবার শীঘ্রই বিয়ে করতে বলেছেন। অনুরাগীরা অনেকে বলেছেন তোমাদের দুজনকে একসঙ্গে খুব ভাল লাগে।
কেউ কেউ আবার শীঘ্রই বিয়ে করতে বলেছেন। অনুরাগীরা অনেকে বলেছেন তোমাদের দুজনকে একসঙ্গে খুব ভাল লাগে।
advertisement

বলিউডে ফের বিয়ের সানাই৷ সম্প্রতি মায়ানগরী মুম্বইতে দেখা গেল পরিণীতি চোপড়াকে৷ তারপর থেকেই মনে করা হচ্ছে বিয়ের পাকা খবরে নিজেই শিলমোহর দিয়েছেন নায়িকা৷ অভিনেত্রীর অনামিকায় জ্বলজ্বল করছে আংটি৷ যা দেখা মাত্রই নেটিজেনরা ধরে নিয়েছেন রাঘবের সঙ্গে চুপিচুপি বাগদানটা সেরে ফেলেছেন তিনি৷ মুহূর্তের মধ্য পরিণীতির হাতের আংটির ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷

advertisement

আরও পড়ুন-অভিনয় না করেও কীভাবে কোটি কোটি টাকা আয় করেন রেখা! সম্পত্তির পরিমাণ কত জানেন

আরওপড়ুন-অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী Ileana D'Cruz, গর্ভস্থ সন্তানের বাবা কে, জানতে চায় নেটদুনিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়ছে । লাঞ্চ থেকে ডিনার ডেট-সব জায়গাতেই একসঙ্গে দুজনকে দেখার পর থেকেই চর্চা তুঙ্গে। তবে নিজেরা পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট। এর আগে চোপড়া পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছিলেন, পরিণীতি এবং রাঘব নিজেদের সম্পর্ক নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এনগেজমেন্টের অনুষ্ঠান এখনও করা হয়নি৷ এছাড়াও দাবি করা হয়েছিল, পরিণীতি ও রাঘবের রোকা অনুষ্ঠান শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। এবং দুজনেই পুরো বিষয়টি নিয়ে দারুণ উত্তেজিত। তবে এখনও পর্যন্ত কোনও তারিখ ফাইনাল করা হয়নি। তবে এবার অনামিকায় আংটি দেখার পর থেকেই অনুরাগীরা ধরে নিয়েছেন রাঘবের সঙ্গে লুকিয়ে লুকিয়ে বাগদানটা মনে হয় সেরেই ফেলেছেন পরিণীতি চোপড়া৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Parineeti Chopra: অনামিকায় জ্বলজ্বল করছে আংটি! তবে কি গোপনে রাঘবের সঙ্গে বাগদান সেরে ফেললেন পরিণীতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল