Rekha Luxury Life: অভিনয় না করেও কীভাবে কোটি কোটি টাকা আয় করেন রেখা! সম্পত্তির পরিমাণ কত জানেন
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Rekha Luxury Life: রেখাকে নিয়ে রয়েছে হাজারো বির্তক, সমালোচনা৷ অভিনেত্রীর বিলাসবহুল জীবনে কোনও খামতি নেই৷ তবে কাজ থেকে দূরে থেকেও কীভাবে এত বিলাসবহুল জীবনযাপন করেন রেখা, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷
advertisement
advertisement
সূত্রের খবর, ৪০০ কোটি টাকার সম্পত্তির মালিক রেখা৷ স্বামী ও সন্তান কেউই নেই নায়িকার৷ বাড়ি-গাড়ি-গয়না মিলিয়ে প্রচুর টাকা সম্পত্তির মালিক তিনি৷ শুধু মুম্বইতে নয়, দক্ষিণ ভারতেও প্রচুর সম্পত্তি রয়েছে অভিনেত্রীর৷ সেখান থেকেও মোটা টাকা আয় হয় রেখার৷ অভিনেত্রী রেখা রাজ্যসভার সাংসদ৷ প্রতি মাসে সেখান থেকেই ১ লাখ টাকা আয় করেন অভিনেত্রী৷
advertisement
advertisement
প্রায় তিন দশক ধরে পর্দাকাঁপানো অভিনেত্রী রেখা অভিনয় না করে এইভাবেই প্রচুর টাকা আয় করেন প্রতি মাসে৷ তার মোট সম্পত্তির পরিমাণ ৪০ মিলিয়ন ডলার৷ রেখার মুম্বইয়ের বান্দ্রায় সাগরমুখী বাড়িটির দাম বর্তমানে প্রায় ১০০ কোটি টাকা৷ এত বড় বাড়িতে একাই থাকেন অভিনেত্রী৷ উঁচু পাঁচিল দেওয়া বাড়ির অন্দরে রয়েছে রেখার শখের বাগান৷ যেখানে নাকি নিয়মিত শরীরচর্চা করে থাকেন বলি অভিনেত্রী৷
