হোম /খবর /বিনোদন /
অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী Ileana D'Cruz, গোপন রাখলেন সন্তানের বাবার নাম

Ileana D'Cruz Pregnant: অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী Ileana D'Cruz, গর্ভস্থ সন্তানের বাবা কে, জানতে চায় নেটদুনিয়া

বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ ক্রুজ অন্তঃসত্ত্বা

বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ ক্রুজ অন্তঃসত্ত্বা

Ileana D'Cruz Pregnant: ঝড় ওঠে নেটিজেন মহলে। চর্চা শুরু হয় তাঁর সম্পর্কের স্টেটাস নিয়ে।

  • Share this:

মুম্বই :  বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রজও অন্তঃসত্ত্বা। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি এই খবর জানান। প্রথম সন্তানের মা হতে চলেছেন তিনি। তবে অনাগত সন্তানের বাবার নাম এখনও প্রকাশ করেননি এই বলি সুন্দরী। সেই হবু বাবার নাম তিনি গোপনই রেখেছেন। তাঁর জীবনের এই সুসংবাদ মঙ্গলবার ইনস্টাগ্রামে শেয়ার করেন ইলিয়েনা। এর পরইBollywood

মাতৃত্বের খবরে ইলিয়েনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান অগণিত অনুরাগী ও ভক্ত। তাঁদের শুভেচ্ছা স্রোতে ভেসে যায় কমেন্ট বক্স। তবে নেটিজনেদের এক বড় অংশ সন্দিগ্ধ তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে। অনেকেই প্রকাশ্যে জানতে চান গর্ভস্থ সন্তানের বাবা কে? কমেন্ট বক্সে লেখেন আপনি কি বিবাহিত? সন্তানের বাবা কে? আপনি প্লিজ বিশদে সব কিছু জানান।

আরও পড়ুন :  প্রাচীন মূর্তিতে সেফ্টিপিন, সিন্ধু সভ্যতার নকল ষাঁড় ও রাজস্থানি খাবারে রহস্য জমজমাট, একেনবাবু একাই একশো

প্রসঙ্গত কয়েক বছর আগে ইলিয়েনা প্রেমের সম্পর্কে ছিলেন অ্যান্ড্র নিবোনের সঙ্গে। ইনস্টাগ্রামের একটি পোস্টে নিবোনকে 'পৃথিবীর সেরা স্বামী' বলেও লিখেছিলেন ইলিয়েনা। তবে তাঁরা সত্যিই বিয়ে করেছিলেন কিনা, সে বিষয়ে কিছু জানা যায় না। বরং গুঞ্জন ২০১৯ সালে নিবোনের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গিয়েছিল। সেপারেশন নিয়ে ইলিয়েনা সংবাদমাধ্যমে বলেছিলেন ‘‘আমি হতাশ নই। এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে কেউ তাঁর পরিবার ও বন্ধুদের গুরুত্ব ও মূল্য বুঝতে পারেন। আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের এই অবস্থায় আমি পাশে পেয়েছি।’’

পরে জানা যায় ক্যাটরিনা কইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে প্রণয় সম্পর্কে আছেন ইলিয়েনা। কফি উইথ করণের সপ্তম মরশুমে তাঁদের সম্পর্কে কার্যত শিলমোহরও পড়ে। গত বছর ক্যাটরিনা কইফ মলদ্বীপে তাঁর জন্মদিন উদযাপনের কিছু ছবি শেয়ার করেন। সেখানে ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল, বোন ইসাবেল, ভাই সেবাস্টিয়ান এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে হাজির ছিলেন ইলিয়েনা ডি’ ক্রজও।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Bollywood, Ileana D'Cruz