TRENDING:

নকল নয়, সঞ্জয় দত্তকে নিয়ে আসল বায়োপিক বানাতে চলেছেন রোমগোপাল ভার্মা

Last Updated:

হ্যাঁ, আপনারা নকল দেখে ঠকেছেন ! রাজকুমার হিরানি-র ‘সঞ্জু’ নিয়ে এরকমটিই মত রামগোপাল ভার্মার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: হ্যাঁ, আপনারা নকল দেখে ঠকেছেন ! রাজকুমার হিরানি-র ‘সঞ্জু’ নিয়ে এরকমটিই মত রামগোপাল ভার্মার ৷ আর তাই এবার সঞ্জয় দত্তের আসল গল্প সিনেমার পর্দায় আনতে চলেছেন রামগোপাল ৷
advertisement

এক ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিতে গিয়ে পরিচালক রামু জানিয়েছেন, ‘রাজকুমার হিরানির সঞ্জু ছবি দেখেছি ৷ আমার ভালো লেগেছে, এই ছবিতে যেভাবে সঞ্জয়ের পারিবারিক ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে ৷ তবে এই ছবি মোটেই সঞ্জয় দত্তের আসল গল্প বলে না ৷ বেশিরভাগটাই লুকিয়ে গিয়েছেন পরিচালক হিরানি ৷’

আরও পড়ুন 

advertisement

ফের বিয়ের পিঁড়িতে বসলেন এষা দেওল

রামু জানিয়েছেন, খুব শীঘ্রই সঞ্জয় দত্তের বায়োপিক বানাতে চলেছি ৷ যেখানে থাকবে সঞ্জয় দত্তের জীবনের আসল গল্প ৷ যেখানে কিছুই লোকানো হবে না ৷ রামুর কথায়, ‘আমার এই বায়োপিকে, সঞ্জয়ের বিরুদ্ধে অস্ত্র মামলাই সবচেয়ে গুরুত্ব পাবে ৷ এবং দেখানো হবে সঞ্জয়ের পারিবারিক ক্রাইসিসও ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

তবে রামু জানাতে চাননি সঞ্জয় দত্তের ভূমিকায় কাকে দেখা যাবে এই ছবিতে ৷ শুধু জানিয়েছেন, ‘আগে চিত্রনাট্য তৈরি হোক !’

বাংলা খবর/ খবর/বিনোদন/
নকল নয়, সঞ্জয় দত্তকে নিয়ে আসল বায়োপিক বানাতে চলেছেন রোমগোপাল ভার্মা