ফের বিয়ের পিঁড়িতে বসলেন এষা দেওল

Last Updated:
#কলকাতা: পরণে লালটুকটুকে বেনারসী ৷ যাতে সোনালি জরির সুতোর বাহারি কাজে ঠাসা ৷ গা ভর্তি সোনার গয়না ৷ মাথায় শোলার মুকুট ৷ কপালে রেঙেছে চন্দনে ৷ আর হাতে রয়েছে খাস কালীঘাট থেকে আনা শাঁখা ও পলা ৷ এক্কেবারে বাঙালি কনে বলতে যা বোঝায় ৷ এক্কেবারে সেভাবে সেজেছিলেন ‘ড্রিমগার্ল’কন্যা এষা দেওল তখতানি ৷
তবে কী ফের বিয়ে সারলেন এষা ? জোর গুঞ্জন বলি থেকে টলি পাড়ায় ৷ তবে কী ফের বিয়ে করলেন এষা দেওল তখতানি? না মোটেই না ৷ এষার এই বাঙালি বধূর লুক রামকমল মুখোপাধ্যায়ের আপকামিং ছবি ‘কেকওয়াক’-এর জন্য ৷ গতকাল বৃহস্পতিবার কলকাতার এক নামী পাবে পোস্টার লঞ্চ হয়ে গেল আপকামিং শর্টফিল্ম ‘কেকওয়াক’-এর ৷ হাজির ছিলেন এষা দেওল তখতানি ৷ এই ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায় এবং অভ্র চক্রবর্তী ৷
advertisement
1
advertisement
পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের সঙ্গে এষা ৷
এই প্রথম কোনও ছবিতে বাঙালি কনের সাজে দেখা যাবে এষাকে ৷ কেমন লাগল এই অভিজ্ঞতা? এষা বললেন,‘‘প্রায় তিন ঘণ্টা সময় লেগেছিল সাজতে ৷ যাতে গোটা সাজটা এক্কেবারে নিখুঁত হয়, তার দিকে কড়া নজর রেখেছিলেন আমার পরিচালক রামকমল ৷ এমনকী প্রায় সমস্ত রীতিই বোধ হয় আমাকে দিয়ে করিয়ে নিয়েছিল রাম ৷ ’’
advertisement
জানা গিয়েছে এ ছবিতে একটি বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে এষাকে ৷ এ সম্পর্কে রামকমল জানালেন, ‘‘এই পোস্টারটিই ছবি নিয়ে অনেক কিছুই বলে দেয় ৷ এই ছবিতে এষার চরিত্রের নাম শিল্পা সেন ৷ ওঁর অভিনয় ক্ষমতার জোরে চরিত্রটা এক্কেবারে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে ৷’’ তবে এই ছবির একটি মাত্র দৃশ্যে এমন লুকে দেখা যাবে অভিনেত্রীকে ৷ যার জন্য বেশ যত্ন নিয়েছেন রামকমল মুখোপাধ্যায় এবং তাঁর গোটা টিম ৷ জানা গিয়েছে, লাল বেনারসীটি জোগাড় করেছিলেন করীন পাঞ্জানি ৷ কালীঘাট থেকে আনা হয়েছিল শাঁখা-পলা ৷ এমনকী কলকাতার এক বিখ্যাত অলঙ্কার বিপণী বিশেষভাবে এষা জন্য গয়নার ডিজাইন করেছিল ৷
advertisement
2
২২ মিনিটের এই ছবিতে এষাকে একজন শেফের ভূমিকায় দেখা যাবে ৷ একই সঙ্গে ‘কেকওয়াক’-এ দেখা যাবে তরণ মালহোত্রা এবং অনিন্দিতা বসুকেও ৷ ‘কেকওয়াক’-এর এই নতুন পোস্টারটি ডিজাইন করেছেন একতা ভট্টাচার্য ৷ ছবির প্রযোজক দীনেশ গুপ্ত, শৈলেন্দ্র কুমার এবং অরিত্র দাস ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের বিয়ের পিঁড়িতে বসলেন এষা দেওল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement