ভারতের বিভিন্ন শহরে এই ছবির কত সংগ্রহ হবে, সেটাই Sacnilk.com-এর প্রাথমিক ভাবে অনুমানে উঠে এসেছে। তাহলে দেখে নেওয়া যাক সেই হিসাব।
অন্ধ্রপ্রদেশ/ তেলঙ্গানা: ৮৫ কোটি টাকা।
কর্নাটক: ২০ কোটি টাকা
তামিলনাড়ু: ১২ কোটি টাকা
কেরল: ৮ কোটি টাকা
ভারতের বাকি অংশে: ৭৫ কোটি টাকা
আনুমানিক এই পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, এক দিনেই দেশ থেকে ২০০ কোটি টাকা সংগ্রহ করবে এই ছবিটি। আন্তর্জাতিক বাজার থেকে ৭০ কোটি টাকা রোজগার করবে বলে অনুমান করা হচ্ছে। ফলে সব মিলিয়ে ওপেনিং ডে-তেই সারা বিশ্বে ২৭০ কোটি টাকা আয় করতে চলেছে ‘পুষ্পা ২’।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শুরু…! শুক্রের গোচরে ৩ রাশির চরম আর্থিক সঙ্কট, অশুভ প্রভাবে জীবন ছারখার!
এদিকে আবার এই ছবি মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার। কৌশল করেই মূলত এমনটা করা হয়েছে। আসলে বক্স অফিসে যাতে বাধাহীন ভাবে এই ছবিটি সোলো ওপেনিং ডে পায়, তার জন্য কৌশলগত ভাবেই মুক্তির দিন বৃহস্পতিবারে ফেলা হয়েছে।এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাধ ফাসিলকে। এই সিক্যুয়েলেও স্থান পেয়েছে পুষ্পা রাজের গল্পই। লাল চন্দন চোরাচালানের দুনিয়ায় আধিপত্য কায়েম করার জন্য পুষ্পা রাজের লড়াইয়ের গল্পই প্রতিফলিত হবে।
আরও পড়ুন- রমরমিয়ে ভাড়াবাড়িতে চলছিল মধুচক্রের আসর, পুলিশ হানা দিতেই যা দেখল…! শুনলে শিউরে উঠবেন
‘পুষ্পা ২’ নিয়ে ইতিমধ্যেই যা হইচই শুরু হয়েছে, তা অন্যান্য ছবির সময়সূচিকেও প্রভাবিত করবে। শোনা যাচ্ছে, বক্স অফিসের লড়াই এড়ানোর জন্য ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ ছবির নির্মাতারা মুক্তির দিন রিশিডিউল করছেন। ট্রেড এক্সপার্ট তরণ আদর্শ এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। কারণ তিনি মনে করছেন যে, সকল ছবিকে পিছনে ফেলে এগিয়ে যাবে ‘পুষ্পা ২’। তাঁর মতে, ওই একই দিনে অন্য ছবির মুক্তি এড়ানোই ভাল।