সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে পাপারাৎজোর মায়ের সঙ্গে আলিয়াকে দেখেই মুগ্ধ হয়েছে নেটপাড়া৷ ওই মহিলার সঙ্গে আলাপ হতেই আলিয়া এগিয়ে এসে কথা বলে মহিলার সঙ্গে৷ মহিলা হাত বাড়িয়ে দিলে আলিয়াকেও তার সঙ্গে হাত ধরে কথা বলতে দেখা যায়৷ তিনি আলিয়ার হাত ধরে বলেন,আপনার সঙ্গে কথা বলে ভাল লাগল৷ আলিয়াও মজা করে বলেন, আপনার ছেলে আমাকে বিরক্ত করে, নাহলে উনি এমনি বেশ ভাল৷ এখানেই শেষ নয়, পরে তিনি পাপারাৎজোকে বলেন, তিনি যেন মাকে সাবধানে নিয়ে যান৷
advertisement
আরও পড়ুন-ভিড়ের মধ্যে হবু বউকে আগলে রেখেছেন রাঘব, পরিণীতি কতটা ভাগ্যবতী, ভিডিও দেখে বলল নেটিজেনরা
আরও পড়ুন-ছিঃ ছিঃ! প্রকাশ্যেই বাতকর্ম,তারপর যা হল…প্রিয়াঙ্কার কীর্তি শুনলে চমকে উঠবেন
দিনকয়েক আগেই রোস্তোরাঁয় ঢোকার সময় এক বৃদ্ধা করিনা কাপুরের সঙ্গে হাত মেলাত চান,কিন্তু অভিনেত্রী তাকে এড়িয়ে যান৷ সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ করিনার থেকে আলিয়া অনেকটাই ভাল বলে মন্তব্য করেছেন। তার এই ব্যবহারেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। একজন লিখেছেন, কেউ কি খেয়াল করেছেন, উনি কীভাবে মহিলার হাত ধরে ছিলেন। অন্যজন বলেছেন,আলিয়া ভীষণ ডাউন টু আর্থ। এমন হওয়ার জন্যই অনেক শক্তি লাগে। লোকজন ভাল জিনিস দেখেন না, সবসময়েই ট্রোল করতেই ব্যস্ত থাকেন। শুধু তাই নয় আলিয়া ও করিনার ব্যবহার নিয়েও নানা রকম প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।