প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হয়ে শুরু থেকেই একটু চিন্তায় ছিলেন আলিয়া ভাট৷ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে৷ যা দেখে সকলেই বুঝেছেন তিনি ঠিক কতটা লাজুক প্রকৃতির৷ আলিয়া বলেছেম, যখন অনেকের মাঝে আমাকে আসতে হয় তখন আমি খুব অস্বস্তিতে ভুগি৷ কারণ আমি ভীষণই লাজুক স্বভাবের৷ তবে পেশায় অভিনেত্রী হওয়ার জন্য হামেশাই প্রচারের আলোয় আমাকে থাকতে হয়৷ তবে এটা আমার কাছে খুবই অস্বস্তিজনক৷ এখানে আসার আগেও প্রিয়াঙ্কার সঙ্গে আমার কথা হয়েছিল৷ ও আমায় বলেছিল, তুমি এসে আমাদের খুঁজে নিও৷ আমি বললাম, হ্যাঁ৷ কারণ তুমি আমাকে বাথরুমে নিয়ে যাবে, আমি একা সেখানে যেতে পারব না৷
advertisement
আরও পড়ুন- ‘সামান্থা খুব…’ পাকাপাকি বিচ্ছেদের খবর জানিয়ে এ কী বললেন নাগা! ভাবতেও পারবেন না
আরও পড়ুন- মাত্র ২৩-এ চলে গেল তরতাজা প্রাণ! শখ পূরণ করতে গিয়েই মৃত্যু হল ‘মিস ইউনিভার্স’ ফাইনাল প্রতিযোগীর
চলতি বছরে মেট গালার মঞ্চে দ্যুতি ছড়ালেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া৷ কালো রঙের ভ্যালেন্টিনো গাউনে সকলের নজরের কেড়ে নিয়েছেন নিক ঘরনি৷ এই নিয়ে তৃতীয়বার মেট গালার মঞ্চে দেখা গেল প্রিয়াঙ্কাকে৷ কালো রঙের হাই থাই স্লিট ভ্যালেন্টিনো গাউনে লাস্যময়ী প্রিয়াঙ্কাকে দেখে চোখ ফেরাতে পারছিলেন না কেউই৷ অভিনেত্রীর এই গাউনটিতে রয়েছে প্লাঞ্জ স্কোয়ার নেকলাইন৷ কাঁধের একপাশে প্লিটেড ডিটেলিংয়ের কাজ৷ কোমরে রয়েছে কোমরবন্ধনী, যা অভিনেত্রীর সেক্সি ফিগারকে হাইলাইট করেছে৷ নিক জোনাসের হাত ধরেই মেট গালার মঞ্চে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সাদা-কালো টুইনিং পোশাকে এদিন নজর কেড়েছেন নিক ও প্রিয়াঙ্কা৷ স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে কালো রঙের লেদারের ব্লেজার , কালো প্যান্ট ও সাদা শার্ট পরে নজর কেড়েছেন নিক জোনাস৷ বুলগারি স্নেক টাই ও হাতের ঘড়িও ছিল বেশ নজরকাড়া৷ ২০১৮ সালে মেট গালার মঞ্চেই নিকের সঙ্গে প্রথম দেখা হয়েছিল প্রিয়াঙ্কার৷ যা ভীষণই স্পেশ্যাল অভিনেত্রীর কাছে৷ প্রতিবারের মতো এইবারও ডিজাইনার পোশাকে রেড কার্পেটে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷ খুব শীঘ্রই ফারহান আখতারের ছবি জি বে জারা ছবি-তে দেখা যাবে আলিয়া ও প্রিয়াঙ্কাকে৷