TRENDING:

Met Gala 2023: এ কী কাণ্ড! প্রিয়াঙ্কাকে ছাড়া বাথরুম যাওয়া অসম্ভব, হঠাৎ কী হল আলিয়ার, শুনলে ঘাবড়ে যাবেন

Last Updated:

Met Gala 2023: মেট গালা-র মঞ্চে প্রথমবার অভিষেক হয়েছে আলিয়া ভাটের৷ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে৷ যা দেখে সকলেই বুঝেছেন তিনি ঠিক কতটা লাজুক প্রকৃতির৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: দিনকয়েক আগেই অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শো মেট গালা৷ এই শো মানেই গ্ল্যামার ও ফ্যাশনের চমক৷ চলতি বছর মেট গালার থিম ছিল কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার কার্ল লেগারফেল্ডের নামে। প্রতিবছরই এই ইভেন্টে নিজেদের বেস্ট আউটফিটে নজর কাড়েন তারকারা৷ ভারত থেকে বিভিন্ন তারকারা অংশ নেন এই ইভেন্টে৷ চলতি বছরে মেট গালা-র মঞ্চে প্রথমবার অভিষেক হয়েছে আলিয়া ভাটের৷ প্রথম বছরে মেট গালা-তে উপস্থিত হয়েই সকলকে চমকে দিয়েছেন আলিয়া ভাট৷
এ কী কাণ্ড! প্রিয়াঙ্কাকে ছাড়া বাথরুম যাওয়া অসম্ভব, হঠাৎ কী হল আলিয়ার, শুনলে ঘাবড়ে যাবেন
এ কী কাণ্ড! প্রিয়াঙ্কাকে ছাড়া বাথরুম যাওয়া অসম্ভব, হঠাৎ কী হল আলিয়ার, শুনলে ঘাবড়ে যাবেন
advertisement

প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত হয়ে শুরু থেকেই একটু চিন্তায় ছিলেন আলিয়া ভাট৷ সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে৷ যা দেখে সকলেই বুঝেছেন তিনি ঠিক কতটা লাজুক প্রকৃতির৷ আলিয়া বলেছেম, যখন অনেকের মাঝে আমাকে আসতে হয় তখন আমি খুব অস্বস্তিতে ভুগি৷ কারণ আমি ভীষণই লাজুক স্বভাবের৷ তবে পেশায় অভিনেত্রী হওয়ার জন্য হামেশাই প্রচারের আলোয় আমাকে থাকতে হয়৷ তবে এটা আমার কাছে খুবই অস্বস্তিজনক৷ এখানে আসার আগেও প্রিয়াঙ্কার সঙ্গে আমার কথা হয়েছিল৷ ও আমায় বলেছিল, তুমি এসে আমাদের খুঁজে নিও৷ আমি বললাম, হ্যাঁ৷ কারণ তুমি আমাকে বাথরুমে নিয়ে যাবে, আমি একা সেখানে যেতে পারব না৷

advertisement

আরও পড়ুন- ‘সামান্থা খুব…’ পাকাপাকি বিচ্ছেদের খবর জানিয়ে এ কী বললেন নাগা! ভাবতেও পারবেন না

আরও পড়ুন- মাত্র ২৩-এ চলে গেল তরতাজা প্রাণ! শখ পূরণ করতে গিয়েই মৃত্যু হল ‘মিস ইউনিভার্স’ ফাইনাল প্রতিযোগীর

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

চলতি বছরে মেট গালার মঞ্চে দ্যুতি ছড়ালেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া৷ কালো রঙের ভ্যালেন্টিনো গাউনে সকলের নজরের কেড়ে নিয়েছেন নিক ঘরনি৷ এই নিয়ে তৃতীয়বার মেট গালার মঞ্চে দেখা গেল প্রিয়াঙ্কাকে৷ কালো রঙের হাই থাই স্লিট ভ্যালেন্টিনো গাউনে লাস্যময়ী প্রিয়াঙ্কাকে দেখে চোখ ফেরাতে পারছিলেন না কেউই৷ অভিনেত্রীর এই গাউনটিতে রয়েছে প্লাঞ্জ স্কোয়ার নেকলাইন৷ কাঁধের একপাশে প্লিটেড ডিটেলিংয়ের কাজ৷ কোমরে রয়েছে কোমরবন্ধনী, যা অভিনেত্রীর সেক্সি ফিগারকে হাইলাইট করেছে৷ নিক জোনাসের হাত ধরেই মেট গালার মঞ্চে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া৷ সাদা-কালো টুইনিং পোশাকে এদিন নজর কেড়েছেন নিক ও প্রিয়াঙ্কা৷ স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে কালো রঙের লেদারের ব্লেজার , কালো প্যান্ট ও সাদা শার্ট পরে নজর কেড়েছেন নিক জোনাস৷ বুলগারি স্নেক টাই ও হাতের ঘড়িও ছিল বেশ নজরকাড়া৷ ২০১৮ সালে মেট গালার মঞ্চেই নিকের সঙ্গে প্রথম দেখা হয়েছিল প্রিয়াঙ্কার৷ যা ভীষণই স্পেশ্যাল অভিনেত্রীর কাছে৷ প্রতিবারের মতো এইবারও ডিজাইনার পোশাকে রেড কার্পেটে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷ খুব শীঘ্রই ফারহান আখতারের ছবি জি বে জারা ছবি-তে দেখা যাবে আলিয়া ও প্রিয়াঙ্কাকে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Met Gala 2023: এ কী কাণ্ড! প্রিয়াঙ্কাকে ছাড়া বাথরুম যাওয়া অসম্ভব, হঠাৎ কী হল আলিয়ার, শুনলে ঘাবড়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল