Shocking! মাত্র ২৩-এ চলে গেল তরতাজা প্রাণ! শখ পূরণ করতে গিয়েই মৃত্যু হল 'মিস ইউনিভার্স' ফাইনাল প্রতিযোগীর

Last Updated:

Shocking! মাত্র ২৩ বছরেই চলে গেল একটা তরতাজা প্রাণ৷ পুরো জীবনটাই এখন বাকি পরে রয়েছে কিন্তু সবকিছু বাকি রেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় মডেল সিয়েনা ওয়্যার৷

আবারও দুঃসংবাদ৷ মাত্র ২৩ বছরেই চলে গেল একটা তরতাজা প্রাণ৷ পুরো জীবনটাই এখন বাকি পরে রয়েছে কিন্তু সবকিছু বাকি রেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় মডেল সিয়েনা ওয়্যার৷ ঘোড়ায় চড়তে ভীষণ ভালবাসতেন সিয়েনা৷ কিন্তু এই ঘোড়ায় চড়া যে জীবনের শেষ হয়ে যাবে তা হয়তো ভাবতেও পারেননি মডেল তারকা৷ ঘোড়া থেকে উল্টে পড়েই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিয়েনা৷
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সিয়েনা ওয়্যার৷ জানা গিয়েছে, শেষ তিন জনের মধ্যে একজন ছিলেন এই মডেল৷ ফাইনালিস্টের এমন নির্মম পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি৷ ঘোড়া থেকে পড়ে গিয়েই বড় দুর্ঘটনা ঘটে যায়৷ তারপরেই কোমায় চলে যান সিয়েনা৷ লাইফ সাপোর্টে রাখা হলেও শেষরক্ষা আর হল না৷ মাত্র ২৩ বছরে সকলকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় মডেল৷
advertisement
advertisement
অষ্ট্রেলিয়ার পোলো খেলার মাঠে ঘোড়ায় চড়তে বেরোন সিয়েনা৷ সেখানেই আচমকা ঘোড়া থেকে পড়ে যান তিনি৷ তারপর হাসপাতালে নিয়ে গিয়ে বেশ কয়েকদিন লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল তাকে৷ কিন্তু গুরুতর আহত হওয়ার কারণে কোনও আশার আলোই দেখতে পাননি চিকিৎসকেরা৷ স্বাস্থ্যেরও কোনও উন্নতি হয়নি শেষ কদিনে৷ তারপর পরিবারের সঙ্গে কথা বলেই লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় মডেলের৷ তারপরেই মারা যান সিয়েনা৷ শুধু মডেলিং নয়, এর পাশাপাশি অভিনয়ের প্রতিও বিশেষ ঝোঁক ছিল তাঁর৷ অভিনয়ে কেরিয়ার গড়তে অষ্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে পাড়িও দেন৷ তবে সেই স্বপ্ন আর পূরণ হল না, সবকিছুই অধরা রয়ে গেল বছর ২৩-এর সিয়েনার৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shocking! মাত্র ২৩-এ চলে গেল তরতাজা প্রাণ! শখ পূরণ করতে গিয়েই মৃত্যু হল 'মিস ইউনিভার্স' ফাইনাল প্রতিযোগীর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement