Shocking! মাত্র ২৩-এ চলে গেল তরতাজা প্রাণ! শখ পূরণ করতে গিয়েই মৃত্যু হল 'মিস ইউনিভার্স' ফাইনাল প্রতিযোগীর

Last Updated:

Shocking! মাত্র ২৩ বছরেই চলে গেল একটা তরতাজা প্রাণ৷ পুরো জীবনটাই এখন বাকি পরে রয়েছে কিন্তু সবকিছু বাকি রেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় মডেল সিয়েনা ওয়্যার৷

আবারও দুঃসংবাদ৷ মাত্র ২৩ বছরেই চলে গেল একটা তরতাজা প্রাণ৷ পুরো জীবনটাই এখন বাকি পরে রয়েছে কিন্তু সবকিছু বাকি রেখেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জনপ্রিয় মডেল সিয়েনা ওয়্যার৷ ঘোড়ায় চড়তে ভীষণ ভালবাসতেন সিয়েনা৷ কিন্তু এই ঘোড়ায় চড়া যে জীবনের শেষ হয়ে যাবে তা হয়তো ভাবতেও পারেননি মডেল তারকা৷ ঘোড়া থেকে উল্টে পড়েই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সিয়েনা৷
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সিয়েনা ওয়্যার৷ জানা গিয়েছে, শেষ তিন জনের মধ্যে একজন ছিলেন এই মডেল৷ ফাইনালিস্টের এমন নির্মম পরিণতি কেউ কল্পনাও করতে পারেননি৷ ঘোড়া থেকে পড়ে গিয়েই বড় দুর্ঘটনা ঘটে যায়৷ তারপরেই কোমায় চলে যান সিয়েনা৷ লাইফ সাপোর্টে রাখা হলেও শেষরক্ষা আর হল না৷ মাত্র ২৩ বছরে সকলকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় মডেল৷
advertisement
advertisement
অষ্ট্রেলিয়ার পোলো খেলার মাঠে ঘোড়ায় চড়তে বেরোন সিয়েনা৷ সেখানেই আচমকা ঘোড়া থেকে পড়ে যান তিনি৷ তারপর হাসপাতালে নিয়ে গিয়ে বেশ কয়েকদিন লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল তাকে৷ কিন্তু গুরুতর আহত হওয়ার কারণে কোনও আশার আলোই দেখতে পাননি চিকিৎসকেরা৷ স্বাস্থ্যেরও কোনও উন্নতি হয়নি শেষ কদিনে৷ তারপর পরিবারের সঙ্গে কথা বলেই লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় মডেলের৷ তারপরেই মারা যান সিয়েনা৷ শুধু মডেলিং নয়, এর পাশাপাশি অভিনয়ের প্রতিও বিশেষ ঝোঁক ছিল তাঁর৷ অভিনয়ে কেরিয়ার গড়তে অষ্ট্রেলিয়া থেকে ইংল্যান্ডে পাড়িও দেন৷ তবে সেই স্বপ্ন আর পূরণ হল না, সবকিছুই অধরা রয়ে গেল বছর ২৩-এর সিয়েনার৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shocking! মাত্র ২৩-এ চলে গেল তরতাজা প্রাণ! শখ পূরণ করতে গিয়েই মৃত্যু হল 'মিস ইউনিভার্স' ফাইনাল প্রতিযোগীর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement