সম্প্রতি এক সাক্ষাৎকারে সামান্থাকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন নাগা৷ কাস্টডি ছবির প্রচারে অভিনেতা সাফ জানান, 'প্রায় ২ বছর হয়ে গিয়েছে আমাদের বিচ্ছেদের৷ সামান্থা খুব ভাল মেয়ে৷ এই পৃথিবীর সমস্ত সুখের যোগ্য ও৷ আমরা দুজনেই আমাদের জীবনে অনেকটা এগিয়ে গিয়েছি'৷