বাঙালির চরিত্রে অভিনয় করেছেন মহেশ ভাটের কন্যা। অবাঙালি হয়েও রানির জুতোয় পা গলাতে বেগ পেতে হয়নি নায়িকাকে। তার মূল কারণ, তাঁর ‘বাবা’ ও ‘মা’। বাঙালিয়ানায় ভর্তি ছিল করণ জোহরের ছবির সেট। সে প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখা সম্ভব ছিল না।
advertisement
আরও পড়ুন: করণের ছবি রাজসিক! ‘রকি অউর রানি..’-তে কোটি কোটি আয় আলিয়া-রণবীরের, রইল তালিকা
আলিয়ার কথায় জানা গেল, নিজের মাতৃভাষা না হলেও তাঁর মুখ দিয়ে বাংলাই বেরিয়ে যাচ্ছিল বারবার। ‘কেয়া হুয়া’ বলতে হলে ‘কী হল’ বলে ফেলছিলেন আলিয়া। জানালেন, সেটের আবহাওয়াটাই এমন ছিল, ঠিক যেন সিনেমা, সংস্কৃতির মিশ্রণ চারদিকে।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-প্রচারে শহর কলকাতার এক পাঁচতারা হোটেলে উপস্থিত হয়েছিলেন নায়ক ও নায়িকা। বাংলায় কথা বলে, জনপ্রিয় ‘খেলা হবে’ উচ্চারণ করে, নাচ-গান করে মাতিয়ে দিলেন আলিয়া-রণবীর। তবে দুই বাঙালির সাজ-পোশাক, কথাবার্তা যেন বাজিমাত করেছে।