Rocky Aur Rani Kii Prem Kahaani: করণের ছবি থেকে বাদ মমতা-প্রসঙ্গ! আলিয়ার মুখে ‘খেলা হবে’ শোনা যাবে কি? কোথায় কোথায় চলল সেন্সর বোর্ডের কাঁচি

Last Updated:

রবীন্দ্রনাথ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রয়েছে বাংলার বহু নাম৷ তবে সাম্প্রতিক খবর অনুযায়ী ছবির অনেক জায়গাতেই কাঁচি চালাচ্ছে সেন্সর বোর্ড৷

করণের ছবি থেকে বাদ মমতা-প্রসঙ্গ! আলিয়ার মুখে ‘খেলা হবে’ শোনা যাবে কি? কোথায় কোথায় চলল সেন্সর বোর্ডের কাঁচি
করণের ছবি থেকে বাদ মমতা-প্রসঙ্গ! আলিয়ার মুখে ‘খেলা হবে’ শোনা যাবে কি? কোথায় কোথায় চলল সেন্সর বোর্ডের কাঁচি
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ দিয়ে বহু বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর৷ ছবিতে রণবীর সিংকে এক পঞ্জাবি ছেলে এবং আলিয়া ভাটকে এক বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে৷ ‘গল্লি বয়’-এর পর করণের হাত ধরেই আবার ফিরছে রণবীর-আলিয়া জুটি৷ চুর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীদের মতো বাঙালি অভিনেতারাও রয়েছেন এই ছবিতে৷ সেই সঙ্গে রবীন্দ্রনাথ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, রয়েছে বাংলার বহু নাম৷ তবে সাম্প্রতিক খবর অনুযায়ী ছবির অনেক জায়গাতেই কাঁচি চালাচ্ছে সেন্সর বোর্ড৷
‘আদিপুরুষ’ মুক্তি পাওয়ার পর নির্মাতাদের পাশাপাশি সমালোচনার শিকার হয়েছিল সেন্সর বোর্ডও৷ ছবিতে বিতর্কিত সংলাপ থাকা সত্ত্বেও কীভাবে মুক্তির ছাড়পত্র দিল বোর্ড? প্রশ্ন তুলেছিলেন সমালোচকরা৷ তাই এবার অনেক বেশি সাবধানী সিবিএফসি৷ করণের এই ছবি থেকেও তাই বাদ পড়তে চলেছে বেশ কিছু অংশ৷
advertisement
advertisement
ছবিতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং লোকসভার প্রসঙ্গ ছিল, যা ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড৷ ছবিতে অর্ন্তবাসের দোকানের একটি দৃশ্য দেখানো হয়েছিল৷ কাঁচি চলেছে এই দৃশ্যেও৷ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই ছবিতে থাকা একটি দৃশ্য বেশ চর্চায় ছিল৷ তবে সূত্রের খবর অনুযায়ী এই দৃশ্যটিতেও সামান্য রদবদল হতে পারে৷
advertisement
ছবির ট্রেলারে আলিয়াকে ‘খেলা হবে’ বলতে শোনা যায়৷ গত বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বলা এই স্লোগান বেশ পরিচিতি পায়৷ তবে এই শব্দবন্ধটিকেও ছেঁটে ফেলা হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rocky Aur Rani Kii Prem Kahaani: করণের ছবি থেকে বাদ মমতা-প্রসঙ্গ! আলিয়ার মুখে ‘খেলা হবে’ শোনা যাবে কি? কোথায় কোথায় চলল সেন্সর বোর্ডের কাঁচি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement