Rocky Aur Rani Ki Prem Kahani: করণের ছবি রাজসিক! 'রকি অউর রানি..'-তে কোটি কোটি আয় আলিয়া-রণবীরের, রইল তালিকা

Last Updated:
Rocky Aur Rani Ki Prem Kahani: ছবির সেট থেকে তারকাদের সাজপোশাক, করণের যা কিছু, সবই রাজসিক। এই ছবিতে অভিনয়ের সুবাদে নেহাত কম লক্ষ্মীলাভ হয়নি তারকাদের। জেনে নেওয়া যাক কার ঝুলিতে কত এলো।
1/7
দীর্ঘ অপেক্ষার পর পরিচালকের আসনে করণ জোহর। বুনেছেন প্রেমের গল্প। ছবির নাম 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। মুখ্য চরিত্রে রণবীর সিং এবং আলিয়া ভাট।
দীর্ঘ অপেক্ষার পর পরিচালকের আসনে করণ জোহর। বুনেছেন প্রেমের গল্প। ছবির নাম 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। মুখ্য চরিত্রে রণবীর সিং এবং আলিয়া ভাট।
advertisement
2/7
ছবির সেট থেকে তারকাদের সাজপোশাক, করণের যা কিছু, সবই রাজসিক। এই ছবিতে অভিনয়ের সুবাদে নেহাত কম লক্ষ্মীলাভ হয়নি তারকাদের। জেনে নেওয়া যাক কার ঝুলিতে কত এলো।
ছবির সেট থেকে তারকাদের সাজপোশাক, করণের যা কিছু, সবই রাজসিক। এই ছবিতে অভিনয়ের সুবাদে নেহাত কম লক্ষ্মীলাভ হয়নি তারকাদের। জেনে নেওয়া যাক কার ঝুলিতে কত এলো।
advertisement
3/7
'রকি অউর রানি কি প্রেম কহানি'-তে আদ্যোপান্ত রোম্যান্টিক নায়ক হয়ে ধরা দেবেন রণবীর। পরপর তাঁর একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও এই কাজের জন্য ২৫ কোটি পারিশ্রমিক পেয়েছেন তিনি।
'রকি অউর রানি কি প্রেম কহানি'-তে আদ্যোপান্ত রোম্যান্টিক নায়ক হয়ে ধরা দেবেন রণবীর। পরপর তাঁর একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও এই কাজের জন্য ২৫ কোটি পারিশ্রমিক পেয়েছেন তিনি।
advertisement
4/7
কেরিয়ারের অন্যতম সেরা সময় চাক্ষুষ করছেন আলিয়া ভাট। করণ জোহরের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ তাঁর। দীর্ঘ সময়ে পর ফের পরিচালক-নায়িকার যুগলবন্দি। 'রানি' হয়ে উঠতে ১০ কোটি পারিশ্রমিক নিয়েছেন রণবীর-পত্নী।
কেরিয়ারের অন্যতম সেরা সময় চাক্ষুষ করছেন আলিয়া ভাট। করণ জোহরের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ তাঁর। দীর্ঘ সময়ে পর ফের পরিচালক-নায়িকার যুগলবন্দি। 'রানি' হয়ে উঠতে ১০ কোটি পারিশ্রমিক নিয়েছেন রণবীর-পত্নী।
advertisement
5/7
দীর্ঘ দিন পর বড় পর্দায় ফিরলেন ধর্মেন্দ্র। করণের ছবিতে অভিনয়ের জন্য দেড় কোটি টাকা এসেছে বর্ষীয়ান অভিনেতার ঝুলিতে।
দীর্ঘ দিন পর বড় পর্দায় ফিরলেন ধর্মেন্দ্র। করণের ছবিতে অভিনয়ের জন্য দেড় কোটি টাকা এসেছে বর্ষীয়ান অভিনেতার ঝুলিতে।
advertisement
6/7
'কল হো না হো'-র পর ফের করণের ছবিতে জয়া বচ্চন। ট্রেলারে অমিতাভ-জায়ার লুক প্রশংসিত। এই ছবির জন্য এক কোটি পারিশ্রমিক পেয়েছেন তিনি।
'কল হো না হো'-র পর ফের করণের ছবিতে জয়া বচ্চন। ট্রেলারে অমিতাভ-জায়ার লুক প্রশংসিত। এই ছবির জন্য এক কোটি পারিশ্রমিক পেয়েছেন তিনি।
advertisement
7/7
শাবানা আজমিকেও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। শোনা গিয়েছে, তাঁর পারিশ্রমিক এক কোটি টাকা।
শাবানা আজমিকেও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। শোনা গিয়েছে, তাঁর পারিশ্রমিক এক কোটি টাকা।
advertisement
advertisement
advertisement